Aadhaar Card Update Free: আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, এক টাকাও দিতে হবে না

Aadhaar Card Update Free: বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড (Aadhaar Card)। তাই সবসময় আধার কার্ড আপডেট রাখা প্রয়োজন। এই আপডেট করার জন্য নাগরিকদের ৫০ টাকা ফি দিতে হতো। কিন্তু এবার থেকে আধার কার্ড আপডেট করতে কোনো ফি দিতে হবে না। সম্পূর্ন বিনামূল্যে এই আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে UIDAI -এর তরফে।

UIDAI -এর তরফে কি জানানো হয়েছে?

UIDAI -এর তরফে ঘোষণা করা হয়েছে যে, দেশের যেকোনো নাগরিকের যদি আধার কার্ড ১০ বছরের পুরনো হয়ে থাকে এবং এখনও পর্যন্ত কোনো আপডেট করা হয়নি, তাহলে আধার কার্ড আপডেট করা জরুরি। আধার কার্ড আপডেট করতে হবে অনলাইনে, এর জন্য কোনো ফি দিতে হবে না সম্পূর্ন বিনামূল্যে এই আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এর ফলে লক্ষাধিক নাগরিক উপকৃত হবেন।

তবে কেবলমাত্র তিন মাসের জন্য এই বিনামূল্যে পরিষেবা উপলব্ধ থাকবে অর্থাৎ ১৫ মার্চ, ২০২৩ থেকে ১৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। তাই যত শীঘ্রই সম্ভব নিজের আধার কার্ড আপডেট করে ফেলুন।

বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন

১০ বছর পুরনো আধার কার্ড আপডেট করা উচিত?

আপনার আধার কার্ড কি ১০ বছর পুরনো হয়ে গেছে? তাহলে আপনার আধার কার্ডের তথ্য আপডেট করার জন্য UIDAI পরামর্শ দিচ্ছে। UIDAI এর তরফে টুইটে জানানো হয়েছে যে, যদি আপনার আধার কার্ড ১০ বছর আগে ইস্যু করা হয়েছে এবং কখনোই আপডেট করা হয়নি। তাহলে আপনি অনলাইনে পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ আপলোড করে আধার আপডেট প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এরজন্য কোনো ফি দিতে হবে না (Aadhaar Card Update Free)।

কিভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন?

  • Aadhaar Card Update Free করার জন্য আপনাকে UIDAI My Aadhaar পোর্টালে যেতে হবে। ওয়েবসাইট – myaadhaar.uidai.gov.in
  • এরপর আধার নম্বর দিয়ে পোর্টালে লগইন করতে হবে।
  • এরপর Document Update অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর দুবার Next অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর সেখানে বর্তমানের সমস্ত বিবরণ দেখতে পাবেন। সব তথ্য মিলিয়ে দেখে নিন।
  • এরপর I verify that the above details are correct অপশনে ক্লিক করে Next করতে হবে।
  • এরপর Proof Of Identity (POI) Document টাইপ সিলেক্ট করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর Proof Of Address (POA) Document টাইপ সিলেক্ট করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।

প্যান আধার লিঙ্ক করেছিলেন? আদৌ লিঙ্ক হয়েছে কি না অনলাইনে চেক করুন

  • স্ক্যান ডকুমেন্ট আপলোড করার সময় মনে রাখবেন ফাইলের সাইজ 2MB এর কম এবং jpeg, png, pdf ফরম্যাটে হতে হবে।
  • এরপর নীচে টিক করে দিয়ে Next অপশনে ক্লিক করতে হবে।
  • সবশেষে Submit অপশনে ক্লিক করলে আপডেট রিকোয়েস্ট সম্পন্ন হবে। এর জন্য কোনো পেমেন্ট করতে হবে না।
  • এরপর আপনি Acknowledgement Slip পাবেন এটি ডাউনলোড করে রাখুন। ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপডেট স্ট্যাটাস চেক করবেন কিভাবে?

  • আপডেট স্ট্যাটাস চেক করার জন্য My Aadhaar পোর্টালে লগইন করে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন আপডেট সম্পন্ন হয়েছে কিনা।
  • অথবা, My Aadhaar পোর্টালে যেতে হবে।
  • এরপর নীচে অনেকগুলি অপশন পাবেন এর মধ্যে থেকে Check Enrollment & Update Status অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Acknowledgement Slip -এ থাকা SRN Number লিখে Submit করলে আপডেট স্ট্যাটাস দেখতে পাবেন।

My Aadhaar Portal: Click Here

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন।

📌 রেশন কার্ডের এই কাজটি সেরেছেন তো? নইলে আর ফ্রি-তে চাল-গম পাবেন না

📌 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin