Post Office MIS Scheme: পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

Updated on:
Post Office MIS Scheme

Post Office MIS Scheme: উপার্জন করার সাথে সাথে সঞ্চয় বা বিনিয়োগ করতেই হবে। আর সঞ্চয়ের কথা উঠলেই প্রথমেই এই বিষয়টি সামনে আসে যে, বিনিয়োগ করা টাকার নিরাপত্তা। কারণ আজকাল অনেকেই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, এমনকি ছোট খাটো ব্যাঙ্কেও টাকা জমা দেওয়ার পর প্রতারিত হয়েছেন। বিশেষ করে যারা একটু বেশি সুদের আশায় তাদের টাকা চিট ফান্ডে জমা করেছিলেন, তাদের মধ্যে অনেকেই আছেন যে এখনও পর্যন্ত টাকা ফেরত পাননি।

- Advertisement -

এর ফলে সকলেই ঝুঁকিহীন, নির্দিষ্ট মেয়াদী রিটার্ন এবং নিরাপত্তা সঞ্চয় স্কিমের খোঁজ করে থাকেন। আর আমরা এই প্রতিবেদনে একটি স্কিমের সম্পর্কে বলতে যাচ্ছি। যেখানে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে মেয়াদ পূর্তির পর ভালো রিটার্ন পেতে পারেন এবং পাশাপশি বিনিয়োগ করা টাকায় নিরাপত্তা পাবেন যথেষ্ট। চলুন তাহলে জেনে কি এই স্কিম?

Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

- Advertisement -

পোস্ট অফিসের একাধিক সঞ্চয় স্কিম রয়েছে। তার মধ্যে আমরা যে স্কিমটির কথা বলবো সেটি হলো পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম (Post Office Monthly Income Scheme বা Post Office MIS Scheme)। এটি হলো একটি ক্ষুদ্র সঞ্চয় স্কিম। যেহেতু এই স্কিম ইন্ডিয়ায় পোস্টের মাধ্যমে পালিচালিত হয়, তাই এখানে টাকা বিনিয়োগ করলে মানুষের টাকা ঝুঁকিহীন এবং নিরাপদ থাকে। তাই এখানে কোনোভাবেই টাকা মার যাওয়ার সম্ভাবনা থাকে না। যেকোনো ভারতীয় নাগরিক এখানে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন।

- Advertisement -

Post Office MIS Scheme – লাভ এবং বৈশিষ্ট্য

  • দেশের সমস্ত নাগরিক এই পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করে লাভ পেতে পারেন।
  • এখানে বিনিয়োগ সম্পূর্ন নিরাপদ। কারণ এটি ইন্ডিয়া পোস্ট অফিসের মাধ্যমে পরিচালিত।
  • ১০ বছরের কম বয়স বা ১০ বছরের বেশি বয়সের কেউ এখানে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন।
  • Post Office MIS Scheme (POMIS) -এ সর্বনিম্ন ১০০০ টাকা অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • এই স্কিম প্রতি মাসে যদি ১২৫০ টাকা আয় করতে চান, তাহলে বিনিয়োগ করতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকা।
  • এই স্কিমে Single Account এবং Joint Account দুই ভাবেই খোলা যেতে পারে।
  • সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৪ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। কিন্তু বাজেট ২০২৩ অনুযায়ী এর পরিমাণ সর্বোচ্চ ৯ লক্ষ টাকা করা হয়েছে। ১ এপ্রিল ২০২৩ থেকে চালু হবে। 
  • এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। জয়েন্ট অ্যাকাউন্ট (Joint Account Post Office MIS Scheme) -এ সর্বোচ্চ তিনজনের নামে খোলা যেতে পারে। কিন্তু বাজেট ২০২৩ অনুযায়ী এর পরিমাণ সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা করা হয়েছে। ১ এপ্রিল থেকে এটি চালু হবে।
  • এর লক ইন পিরিয়ড হলো ৫ বছর। ৫ বছর সময়কালের মধ্যে টাকা তুলতে পারবেন না। ৫ বছর পূর্তি হলে ফের এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
  • যদি নির্দিষ্ট মেয়াদের আগেই টাকা তুলে নিতে চান তাহলে এর জন্য আপনাকে পেনাল্টি ফি জমা দিতে হবে।
  • Post Office MIS Scheme এর টাকা প্রতিমাসে নিয়মিত অ্যাকাউন্টে প্রদান করা হয়।

Post Office MIS Scheme – যোগ্যতা কি হতে হবে?

  • আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
  • এবং আবেদনকারীর বয়স হতে হবে ১০ বছর বা তার বেশি। যদি ১০ বছরের কম হয় তাহলে তার অভিভাবকের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

Post Office MIS Scheme – সুদের হার?

বর্তমানে পোস্ট অফিস এই Post Office MIS Scheme -এ বিনিয়োগ করা টাকার পরিমাণের উপর ৭.১০ শতাংশ হারে সুদ প্রদান করছে। মনে রাখবেন এই স্কিমে সুদের তারতম্য ঘটতে পারে।

Post Office MIS Scheme – প্রয়োজনীয় ডকুমেন্টস

  • আবেদনকারীর পরিচয়পত্র হিসাবে আধার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট।
  • স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে বিদ্যুৎ বিল/প্যান কার্ড/পাসপোর্ট।
  • পাসপোর্ট সাইজের ফটো।

এবার থেকে সপ্তাহে মাত্র 5 দিন ব্যাঙ্ক খোলা থাকবে

Post Office MIS Scheme – অ্যাকাউন্ট কিভাবে খুলবেন?

POMIS Account খোলার জন্য কোনো প্রকারের অনলাইন মাধ্যম নেই। তাই Post Office MIS Scheme অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেক্ষেত্রে পোস্ট অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে পোস্ট অফিসে জমা করতে হবে। আপনি যে পরিমাণ টাকা বিনিয়োগ করতে চান সেই টাকা জমা করতে হবে।

📌 এয়ারটেল পশ্চিমবঙ্গে এই ১৬ টি শহরে 5G পরিষেবা চালু করলো

📌 PM কিষাণ যোজনার নতুন কিস্তি জারি

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush