Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে সকল নাগরিকদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য Duare Sarkar 2023 ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্য জুড়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। আপনার এলাকায় Duare Sarkar 2023 ক্যাম্প কবে ও কখন হবে জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

২০২০ সালের ১লা ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার প্রকল্প এর সূচনা করেছিলেন।

আরও ৪টি নতুন প্রকল্প যুক্ত হলো দুয়ারে সরকার প্রকল্পে, জেনে নিন, কি কি সুবিধা পাবেন?

Duare Sarkar 2023 ক্যাম্প কবে ও কখন অনুষ্ঠিত হবে তা স্থানীয় প্রশাসন অর্থাৎ পঞ্চায়েত এবং পৌরসভার তরফে জানানো হবে। তবে আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন আপনার নিজেদের এলাকায় কবে এই ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রাজ্য সরকারের বেশিরভাগ প্রকল্পের সুবিধা এবারের ক্যাম্পে পাওয়া যাবে। যেমন – খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ আরো অনেক প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আপনার এলাকায় কবে কখন দুয়ারে সরকার ক্যাম্প বসবে জেনে নিন।

Duare Sarkar 2023 ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে দেখুন

  • প্রথমে আপনাকে ds.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর FIND YOUR CAMP অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার জেলা, ব্লক, পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করতে হবে।
  • এরপর দেখতে পাবেন আপনার এলাকায় কবে ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে।

এই Duare Sarkar 2023 -এর যেকোনো প্রকল্পের আবেদন, সংশোধন করার জন্য নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ইত্যাদি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। এছাড়াও নিজের সাম্প্রতিক রঙিন ছবি থাকতে হবে।

পছন্দ হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সঙ্গে থাকুন এই ধরনের আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।

Duare Sarkar 2023 – FAQs

দুয়ারে সরকার কত সালে চালু হয়? (In what year was duare sarkar launched)

২০২০ সালের ১লা ডিসেম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার প্রকল্প এর সূচনা করেছিলেন।

দুয়ারে সরকার কবে বসবে? (When will duare sarkar 2023 start)

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৩ থেকে এই ক্যাম্প চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

📌 আপনি কি জানেন! মোবাইল রিচার্জে টেলিকম কোম্পানিগুলি ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন করে কেন

📌 SC/ST/OBC Caste Certificate Online Apply

📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin