LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন

Published on:
LIC Kanyadan Policy in bengali

বর্তমানে মুদ্রাস্ফীতির সময়ে, মেয়ের বিয়ে দেওয়া ব্যয়বহুল হয়েছে। মেয়ের লেখাপড়ার পাশাপাশি বিয়ের খরচ বহন করা যেকোনো বাবা মায়ের জন্য কিছুটা ব্যয়বহুল হয়ে পড়ে। তাই এমন পরিস্থিতিতে যদি কোথাও থেকে ভালো পরিমাণ টাকা পাওয়া যায় তাহলে সমস্যা মিটে যায়। ফলে সময়মতো সমস্ত কাজ সেরে ফেলা সম্ভব। তাই এমন পরিস্থিতিতে আমরা আপনাকে LIC -এর একটি ভালো স্কিমের সম্পর্কে বলতে যাচ্ছি।

- Advertisement -

যদি আপনার বাড়িতে কন্যা সন্তান থাকে তাহলে LIC এর এই স্কিমটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। এলআইসির এই স্কিমটির নাম হলো LIC কন্যাদান পলিসি (LIC Kanyadan Policy)। এই স্কিমটি নেওয়ার পর আপনি আপনার মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা থেকে মুক্ত হতে পারেন। এছাড়াও এই পলিসির টাকা মেয়ের পড়াশুনার কাজে ব্যবহার করতে পারেন।

চলুন তাহলে LIC Kanyadan Policy সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

- Advertisement -

SC/ST/OBC Caste Certificate Online Apply করুন এই নতুন পদ্ধতিতে

- Advertisement -

LIC Kanyadan Policy যোগ্যতা কি?

১) এই পলিসিতে নথিভুক্ত করতে হলে কন্যা সন্তানের বাবার বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

২) পাশাপাশি কন্যা সন্তানের বয়স হতে হবে নূন্যতম ১ বছর।

LIC Kanyadan Policy -এর মাধ্যমে কিভাবে ২৭ লক্ষ টাকা পাবেন?

LIC -এর এই পলিসির মেয়াদ ২৫ বছর। এই পলিসিতে প্রিমিয়াম শুধুমাত্র ২২ বছরের জন্য দিতে হবে। বাকি ৩ বছরের জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না। পাশাপাশি আপনার মেয়ের বয়স অনুযায়ী এই পলিসির মেয়াদ কমানো যেতে পারে। এই পলিসির সর্বনিম্ন মেয়াদ ১৩ বছর এবং সর্বোচ্চ মেয়াদ ২৫ বছর করাতে পারবেন।

এই স্কিমে আপনাকে প্রতিদিন ১২১ টাকা দিতে হবে, অর্থাৎ আপনাকে ২২ বছরের জন্য প্রতিমাসে ৩৬৩০ টাকা বিনিয়োগ করতে হবে। এই পলিসির ক্ষেত্রে ৩ বছরের লক ইন পিরিয়ড রয়েছে। এই পলিসি ২৫ বছর পূর্ণ হওয়ার পর আপনি একেবারে ২৭ লক্ষ টাকা পাবেন। 

পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

LIC Kanyadan Policy আবেদন কিভাবে করবেন?

এই এলআইসি কন্যাদান পলিসিতে আবেদন করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী এলআইসি অফিসে যেতে হবে। আবেদন ফর্ম সংগ্রহ করে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে জমা করতে হবে LIC অফিসে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • কন্যার জন্ম প্রমাণপত্র
  • আধার কার্ড
  • আয়ের শংসাপত্র
  • পরিচয়পত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজের ফটো
  • এছাড়াও প্রথম প্রিমিয়াম দেওয়ার জন্য চেক বা নগদ

📌 পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

📌 কৃষকদের পুরো ২ লাখ টাকা দিচ্ছে PNB, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা

📌 প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন করুন, এই পদ্ধতিতে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush