YONO SBI App Registration :- State Bank of India এর দ্বারা জারি করা একটি Application। SBI এর এই অ্যাপের সাহায্যে আপনি ব্যাঙ্কিং সংক্রান্ত সব ধরনের কাজ করতে পারেন, তাই SBI এই অ্যাপের নাম YONO SBI রেখেছে । ব্যাংকের সব ধরনের কাজ ব্যাঙ্কে গিয়ে করতে হয়, কিন্তু আজকের Busy Life এ আমরা যথেষ্ট সময় দিতে পারছি না। এই সব সমস্যার সমাধানের জন্য এসবিআই YONO App লঞ্চ করেছে। চলুন জেনে নেওয়া যাক YONO SBI App কী ? YONO SBI App Registration Process ? YONO SBI App এর দ্বারা SBI Balance Check করে কিভাবে ?
YONO SBI App কী? (What is YONO SBI App in Bengali)
YONO App হল SBI Bank (State Bank of India) এর Application অর্থাৎ App, এই YONO SBI App এমন একটি অ্যাপ যেখানে ব্যাঙ্ক সম্পর্কিত প্রায় সব লেন-দেন ঘরে বসে করতে পারেন, সেই সাথে Cash Withdrawal, Fund Transfer করা, Digital Account Open করার মতো আরও অনেক কিছু কাজ করতে পারেন।
YONO এর FULL FORM কি? (YONO Full Form in Bengali)
YONO App এর Full Form হল You Only Need One (YONO)। এর বাংলায় অর্থ হল আপনার শুধুমাত্র একটাই প্রয়োজন। কারন এই অ্যাপ থাকতে অন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই। এই অ্যাপে ব্যাঙ্কের সব কাজ হয়ে যায়, এমনকি বিনা ATM কার্ডে Cash Withdrawal থেকে শুরু করে Money Transfer পর্যন্ত সব কাজ এই অ্যাপের সাহায্যে হয়ে যায়।
SBI YONO App এর সমস্ত বৈশিষ্ট্য
YONO SBI এমন একটি অ্যাপ আপনি ঘরে বসে মোবাইল দিয়ে সমস্ত কাজ করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আসুন জেনে YONO SBI App থেকে কোন কোন কাজ করা সম্ভব এবং এর বৈশিষ্ট্য।
- SBI Balance Check
- SBI Zero Balance Savings Account Opening
- Account Statement
- Fund Transfer
- UPI এর দ্বারা টাকা ট্রান্সফার
- বিনা ATM কার্ডে Cash Withdrawal
- চেকবুক Apply
- Loan এর জন্য আবেদন
- ATM CARD এর জন্য আবেদন
- Insurence করতে পারেন
- Deposit করতে পারেন
- FD এবং RD করতে পারেন
আরও পড়ুন : ঘরে বসে আধার কার্ডে নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানা সংশোধন করার প্রক্রিয়া
YONO SBI App কিভাবে Download করবেন? (How to Download YONO SBI App in Bengali)
➡️ সবার প্রথমে আপনাকে Play Store এ যেতে হবে।
➡️ Play Store এ Search করতে হবে YONO SBI
➡️ এরপর Install এ ক্লিক করতে হবে
➡️ Install হওয়ার পর আপনি এই অ্যাপটি Use করতে পারেন
YONO SBI App Registration কিভাবে করবেন?
YONO SBI App Registration করার জন্য আপনার কাছে অবশ্যই ATM Card থাকতে হবে। তবেই আপনি ঘরে বসে ব্যাঙ্কে না গিয়ে YONO SBI App Registration প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
ATM/Debit Card এর মাধ্যমে YONO SBI App Registration করার জন্য আপনাকে নিচের স্টেপগুলো অনুসরণ করতে হবে –
➡️ Step-1: সবার প্রথমে আপনাকে আপনার মোবাইলের Play Store/App Store এ গিয়ে YONO SBI অ্যাপ Install করে নিতে হবে। যদিও বা উপরের অংশে বলা হয়েছে।
➡️ Step-2: মোবাইলে YONO অ্যাপ Install হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করতে হবে। এরপর আপনাকে Existing Customer অপশনে ক্লিক করতে হবে। যেমনটি আপনি নীচে দেখতে পাচ্ছেন ⤵️

➡️ Step-3: এর রেজিস্ট্রেশন এর জন্য 3 টি অপশন দেখতে পাবেন। Net Banking এর মাধ্যমে, ATM Card এর মাধ্যমে এবং Account Details এর মাধ্যমে। আপনাকে Register with My ATM Card অপশন সিলেক্ট করতে হবে। যেমনটি আপনি নীচে দেখতে পাচ্ছেন ⤵️

➡️ Step-4: এখন আপনার State Bank এর Passbook খুলুন। পাসবুকের Account Number এবং Date of Birth নির্দিষ্ট বক্সে লিখে Submit করুন (Referral ID না লিখলেও চলবে)। যেমনটি আপনি নীচে দেখতে পাচ্ছেন ⤵️

এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।
➡️ Step-5: এখন আপনার Account এর রেজিষ্টার মোবাইল নাম্বারে OTP পাবেন। OTP নির্দিষ্ট বক্সে লিখে Next বোতামে ক্লিক করুন।
➡️ Step-6: এরপর আপনার ATM Card এর নাম্বার নির্দিষ্ট বক্সে লিখুন। এরপর আপনার চার অংকের ATM PIN লিখে Done এ ক্লিক করুন।
➡️ Step-7: এরপরে স্টেপ আপনার অ্যাকাউন্টের বিবরন দেখতে পাবেন। এটি ভালোভাবে চেক করুন। বিবরণটি যাচাই করার পর Next বোতামে ক্লিক করুন।
➡️ Step-8: এখন আপনাকে Temporary Password (অস্থায়ী) বানাতে হবে। এখানে আপনি আপনার মনে রাখার মতো পাসওয়ার্ড বানিয়ে নিন, যেমন infonetbangla@123 । এটি দুটো বক্সে লিখে Submit এ ক্লিক করুন। যে টেম্পোরারি পাসওয়ার্ড বানিয়েছেন আপনি সেটি মনে রাখবেন।
➡️ Step-9: এখন আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। এতে আপনাকে বলা হবে যে আপনার টেম্পোরারি পাসওয়ার্ড বানানো হয়েছে এবং আপনার রেজিষ্টার মোবাইল নাম্বারে টেম্পোরারি আইডি পাঠানো হয়েছে। এখানে OK তে ক্লিক করুন।
➡️ Step-10: এখন আপনার মেসেজ যে টেম্পোরারি আইডি পেয়েছেন ওই আইডি এবং টেম্পোরারি পাসওয়ার্ড লিখুন। উভয় বিবরন লেখার পর Submit এ ক্লিক করুন।
➡️ Step-11: টেম্পোরারি আইডি লগইন হওয়ার পর আপনাকে পার্মানেন্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড বানাতে হবে। পার্মানেন্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড বলতে Net Banking User Name এবং Password । User Name যেমন – InfonetBangla এবং InfonetBangla@1234 বানিয়ে নির্দিষ্ট বক্সে লিখতে হবে। উভয় বিবরন লেখার পর Confirm এ ক্লিক করুন। যেমনটি আপনি নীচে দেখতে পাচ্ছেন ⤵️

➡️ Step-12: যখন ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন, তখন একটি কনফার্মেশন মেসেজ দেখাবে। এতে লেখা থাকবে যে আপনি সফলভাবে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করেছেন। এরপর OK তে ক্লিক করুন।
MPIN Set:
➡️ Step-13: এখন আপনাকে MPIN সেট করতে হবে। এরজন্য আপনাকে YONO অ্যাপের হোমপেজের Existing Customer অপশন সিলেক্ট করুন।
➡️ Step-14: এরপর এখানে লগইন করার জন্য তিনটি বিপল্প দেখতে পাবেন। আপনাকে Login Using Internet Banking ID অপশন সিলেক্ট করুন।
➡️ Step-15: আপনি Step-11 তে যে ইন্টারনেট ব্যাংকিং ইউজারনেম এবং পাসওয়ার্ড বানিয়েছিলেন, সেটি নির্দিষ্ট বক্সে লিখে Submit এ ক্লিক করুন।
➡️ Step-16: এখন MPIN সেট করার জন্য CONSENT (সহমত) আসবে। এখানে সবার নিচে চেক মার্ক দিয়ে Nect এ ক্লিক করুন।
➡️ Step-17: এখন আপনাকে পার্মানেন্ট MPIN সেট করতে হবে। এটি ছয় অঙ্কের হবে। উপরের ফাঁকা ঘরে আপনি আপনার পছন্দের 6 অংকের MPIN লিখুন আবার ওই এমপিন লিখে Next এ ক্লিক করুন। যেমনটি আপনি নীচে দেখতে পাচ্ছেন ⤵️

➡️ Step-18: এখন আবার আপনার রেজিষ্টার মোবাইল নাম্বারে OTP আসবে। OTP নির্দিষ্ট বক্সে লিখুন এবং Next অপশনে ক্লিক করুন।
➡️ Step-19: যখনই OTP ভেরিফাই হবে, স্ক্রিনে Congratulations মেসেজ দেখাবে। এখানে বলা হয়েছে যে আপনি সফলভাবে YONO SBI App Registration করা হয়েছে। এখানে দেওয়া Go to login অপশনে ক্লিক করে Username, Password দিয়ে লগইন করে YONO SBI এ উপলব্ধ সমস্ত পরিষেবা ব্যবহার শুরু করতে পারেন।

YONO Lite SBI – Mobile Banking App
YONO SBI রেজিস্ট্রেশন সম্পূর্ন করার পর আপনার User Name এবং Password দিয়ে onlinesbi.com ওয়েবসাইট পোর্টালেও Login করতে পারেন। এছাড়া Yono Lite SBI – Mobile Banking অ্যাপে এই ইউজার আইডি দিয়ে লগইন করতে পারেন। Yono Lite SBI – Mobile Banking App অ্যান্ড্রয়েড এবং আইফোন দুটো ডিভাইসের জন্য উপলব্ধ রয়েছে।
ভিডিওর মাধ্যমে YONO SBI App Registration প্রক্রিয়া
ATM/Debit Card এর মাধ্যমে YONO SBI App Registration কিভাবে করবেন, এর সম্পূর্ন তথ্য State Bank of India এর অফিসিয়াল ভিডিওতে বলা হয়েছে। আপনি এই ভিডিও দেখে মাত্র 5 মিনিটে YONO SBI App Registration প্রক্রিয়া সম্পূর্ন করতে পারবেন।
SBI YONO APP এর সাহায্যে SBI Balance Check কিভাবে করবেন?
➡️ YONO SBI App Registration করার পর YONO SBI App এর সাহায্যে SBI Balance Check করার জন্য YONO SBI অ্যাপ open করতে হবে।
➡️ এবং আপনার YONO পিন দিয়ে View Balance অপশনে ক্লিক করতে হবে।
➡️ এরপর স্ক্রিনে আপনার Account Balance Show হবে। এই ভাবে আপনি আপনার YONO অ্যাপের সাহায্যে SBI Balance Check করতে পারবেন।
কিভাবে SBI YONO App এর মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন? জানুন সম্পূর্ন প্রসেস
YONO SBI কি, বৈশিষ্ট্য, SBI Balance Check কিভাবে করবেন, YONO SBI App Registration কিভাবে করবেন সম্পূর্ন তথ্য স্টেপ বাই স্টেপ সহজভাবে বলা হয়েছে। এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টধারক খুব সহজেই YONO তে উপলব্ধ সুবিধার লাভ নিতে পারবেন। যদি আপনার YONO রেজিস্ট্রেশনে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা YONO সমন্ধে আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাকে খুব শীঘ্রই রিপ্লাই দিয়ে সাহায্য করবো। ধন্যবাদ🙏।
যদি আপনার এই আর্টিকেলটি ভালো লাগে এবং তথ্যপূর্ণ মনে হয় তাহলে Like এবং আপনার বন্ধুদের Share করুন। ধন্যবাদ🙏
🔥 Join Our WhatsApp Group : Click Here
🔥 Join Our Telegram Channel : Click Here
🔥 Facebook Page : Click Here
🔥 Instagram : Click Here
🔥 Twitter : Click Here
🔥 Website : Click Here
FAQ’s of YONO SBI App Registration
YONO এর Full Form কি?
YONO এর FULL FORM হলো ‘You Only Need One’। এর বাংলায় অর্থ হল আপনার শুধুমাত্র একটাই প্রয়োজন। কারন এই অ্যাপ থাকতে অন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই।
YONO SBI অ্যাপ কোথা থেকে Install করা যায়?
আপনি Goolgle Play Store অথবা App Store থেকে।
YONO SBI কি সুরক্ষিত?
হ্যাঁ, YONO SBI অ্যাপ SBI ব্যাঙ্কের তরফ থেকে ইউজারদের জন্য বানানো হয়েছে এবং এটি সুরক্ষিত।
YONO SBI অ্যাপের মাধ্যমে কি কি করা সম্ভব?
YONO SBI অ্যাপের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন, Money Transfer, ATM Card ছাড়া ATM থেকে টাকা তোলা, আরও ব্যাঙ্কের অন্যান্য কাজ করতে পারেন।
SBI Zero Balance Account Opening Online in Bengali 2023
Aadhaar-PAN Card-DL হারানো, ভাঙার ঝামেলা শেষ! Digilocker এ সেভ করে রাখুন সমস্ত ডকুমেন্টস
GroMo App : Earn Money Online from GroMo App in Bengali 2023
মাত্র 5 মিনিটে বিনামূল্যে প্যান কার্ড কিভাবে বানাবেন
প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করুন নাহলে পরে খুব সমস্যায় পড়তে পারেন
PAN Aadhaar Link – হাতে আর মাত্র কয়েক দিন বাকি, আজই করে নিন প্যান আধার লিঙ্ক, নইলে বিপদ!
Dada khub upokrita holam
Thank You
নমস্কার জানাই ইনফনেট বাংলা টিমকে।
আমার একটা আবেদন আছে দয়া করে বিশদ বিবরণ দিলে ভীষণ উপকৃত হবো
১) কিভাবে ভোটার কার্ডের ছবি সংশোধন করবো?
২) ভোটার কার্ড এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে গেলে তার কি কি পদ্ধতি রয়েছে?
৩) ডিজিটাল ভোটার কার্ড কিভাবে বানাবো?
দয়াকরে এই সমস্ত বিষয়ে জানাবেন। ধন্যবাদ।