আর লাগবে না ATM Card, কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন

Updated on:
Withdraw Money Without ATM Card

Withdraw Money Without ATM Card: আপনি যদি ATM থেকে টাকা তুলতে বাড়ি থেকে বেরিয়ে থাকেন, কিন্তু আপনি আপনার ATM Card অর্থাৎ ডেবিট কার্ড সঙ্গে আনতে ভুলে গেছেন। তারপরে আপনাকে আতঙ্কিত হওয়ার নেই, কারণ এখন আপনি ATM মেশিন থেকে কার্ড ছাড়াই টাকা তুলতে পারবেন। নতুন পদ্ধতি চালু করলো দেশের বড় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)

- Advertisement -

ATM মেশিন থেকে টাকা তোলার পদ্ধতি হলো সবচেয়ে সহজ। দেশের যে কোন প্রান্ত থেকে আপনার ইচ্ছেমতো টাকা তুলতে পারবেন। আজকাল কেউই টাকা তোলার জন্য ফর্ম পূরণ করে লাইনে দাঁড়াতে পছন্দ করেন না। কিন্তু গত কয়েক বছর ধরেই সকল ATM Card গ্রাহকরা সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন। এই ATM জালিয়াতি থেকে গ্রাহকদের সুরক্ষা প্রদান করার জন্য RBI টাকা তোলার এক নতুন পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতিকে “Cardless Cash Withdrawal” বলা হচ্ছে। বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ মানুষই বিভিন্ন UPI (Unified Payment Interface) অ্যাপের মাধ্যমে অনলাইনে টাকা লেনদেন করতে অভ্যস্ত হয়ে গেছে।

ATM কার্ড ছাড়া টাকা তোলার জন্য গ্রাহকদের এই UPI প্রযুক্তি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশের সকল সরকারী ও বেসরকারী ব্যাংক রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দেশের সমস্ত ATM মেশিনগুলিকে UPI এর সাথে যুক্ত করার জন্য NPCI কে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।

- Advertisement -

PhonePe, PayTm, G-Pay, Freecharge, Mobikwik এই সমস্ত UPI অ্যাপ ব্যবহার করে ATM থেকে টাকা তুলতে পারবেন। এছাড়া সমস্ত ব্যাঙ্কের নিজস্ব ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন, যেমন – SBI YONO, PNB ONE, ICICI Mobile, HDFC Mobile এছাড়া অন্যান্য ব্যাঙ্কের ব্যাঙ্কিং অ্যাপ ব্যবহার করে আপনারা ATM মেশিন থেকে ATM Card ছাড়া টাকা তুলতে পারবেন।

- Advertisement -

ATM Card ছাড়া টাকা তোলার পদ্ধতি জেনে নিন

Withdraw Money Without ATM Card:

  1. আপনার কাছে যেকোনো একটি UPI সক্ষম অ্যাপ থাকতে হবে,
  2. এরপর Cardless Cash Withdrawal -এর সুবিধা রয়েছে এমন ATM -এ যেতে হবে,
  3. ATM টিতে আপনাকে Cardless Cash Withdrawal অপশনে ক্লিক করতে হবে,
  4. এরপর ATM স্ক্রিনে একটি QR Code চলে আসবে,
  5. আপনার কাছে যেকোন UPI পেমেন্টে সক্ষম অ্যাপ ওপেন করে QR কোড স্ক্যান করে নিতে হবে,
  6. এরপর আপনার UPI পিন লিখে সাবমিট করতে হবে,
  7. এই পদ্ধতির মাধ্যমে আপনি একবারে ৫ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন।

ATM Card অর্থাৎ ডেবিট কার্ড ছাড়া ATM থেকে টাকা তোলার এই নতুন পদ্ধতি নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের আরও খবারের আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন।

আর ব্যাঙ্কে যেতে হবে না, এখন নিজেই পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের পাশবুক অনলাইনেই চেক করতে পারবেন

অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2023

কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করুন, এই নতুন পদ্ধতিতে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush