Aadhaar UPI New Bank List: কিভাবে আধার কার্ড দিয়ে UPI Pin সেট করবেন, এই 15 টি ব্যাঙ্কে শুরু হলো এই নতুন ফিচার

Aadhaar UPI New Bank List: ATM Card / Debit Card ছাড়া শুধুমাত্র Aadhar Card দিয়ে UPI Pin তৈরি করতে ইচ্ছুক সমস্ত ব্যাবহারকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি এই ব্যাঙ্কে থাকে, তাহলে আপনার ইচ্ছা পূরণ হয়েছে, কারণ Aadhar Card দিয়ে UPI Pin তৈরি করার সুবিধা প্রদানকারী Aadhaar UPI New Bank List প্রকাশ করা হয়েছে।

UPI Transaction Limit – আপনি কি জানেন? PhonePe, Google Pay, Paytm এর মাধ্যমে দিনে সর্বোচ্চ কত টাকা পাঠানো সম্ভব?

আমরা আপনাকে বলে রাখি যে, Aadhaar UPI New Bank List -এ অন্তর্ভুক্ত ব্যাঙ্কগুলির অ্যাকাউন্টধারীদের জন্য, Aadhar Card দিয়ে UPI Pin তৈরি করার জন্য আপনার আধার কার্ডে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই মোবাইল নাম্বার লিঙ্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। যাতে আপনি সহজেই OTP যাচাইকরণ করতে পারেন এবং এর সম্পূর্ন সুবিধা পেতে পারেন।

Aadhaar UPI New Bank List – Quick Look

Name of the ArticleAadhaar UPI New Bank List
Type of ArticleLatest Update
Who Can Use This Facility? All India Applicants Can Use This Facility
Which Application Provide This Facility? BHIM Application
Mode of UPI PIN SetUp? Online
Charges NILL
More UpdatesClick Here

আরও পড়ুন

SBI Zero Balance Account Open Instantly : অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2022

Aadhaar UPI New Bank List?

আসুন আমরা আপনাকে বিস্তারিত ATM Card / Debit Card ছাড়া কেবলমাত্র Aadhar Card দিয়ে UPI PIN SET করার সুবিধা প্রদানকারী ব্যাঙ্কের নতুন লিস্ট জারি করা হয়েছে, যা নিম্নলিখিত –

  • AU Small Finance Bank,
  • Canara Bank,
  • Central Bank of India,
  • Cosmos Bank,
  • Equitas Small Finance Bank,
  • Federal Bank
  • IndusInd Bank, 
  • Kerala Gramin Bank,
  • Karnataka Gramin Bank, 
  • Punjab and Sindh Bank, 
  • Punjab National Bank
  • Paytm Payment Bank, 
  • Suryoday Small Finance Bank,
  • The Rajasthan State Co – Operative Bank Ltd. 
  • UCO Bank,

উপরের সমস্ত ব্যাংকগুলো Aadhar Card দিয়ে UPI PIN SET করার সুবিধা প্রদান করেছে, তাই এই সমস্ত ব্যাংকগুলোর গ্রাহকরা সম্পূর্ন সুবিধা পেতে পারবেন।

ভুল অ্যাকাউন্টে হয়ে গেছে UPI পেমেন্ট, তবে টাকা পাবেন ফেরত, জানুন এর সম্পূর্ন উপায়

কিভাবে আধার কার্ড দিয়ে UPI PIN তৈরি করবেন?

  • আধার কার্ড দিয়ে UPI PIN Set করার জন্য সমস্ত ব্যবহারকারীদের নিজে নিজের স্মার্টফোনে প্লে স্টোর থেকে BHIM App ডাউনলোড করে ইনস্টল করতে হবে, যা নিম্নরূপ হবে –
Aadhaar UPI New Bank List
  • ইনস্টল করার জন্য অ্যাপটি ওপেন করুন,
  • ওপেন করার পর ভাষা সিলেক্ট করুন এবং সব পারমিশন Allow করে দিন,
  • এখন আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকা মোবাইল নাম্বারের সিম কার্ড কোন স্লটে আছে, তা সিলেক্ট করুন এবং Proceed করুন –
Aadhaar UPI New Bank List
  • Proceed করার পর এই অ্যাপটি খোলার জন্য M-PIN তৈরি করতে হবে,
  • এরপর আপনার ব্যাঙ্ক সিলেক্ট করুন,
  • সিলেক্ট করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলে আসবে –
  • এরপর Set UPI PIN অপশনে ক্লিক করুন,
  • এরপর Aadhaar অপশন সিলেক্ট করুন,
  • এরপর আধার নাম্বার লিখে OTP ভেরিফাই করুন,
  • এরপর নিজের মনের মতো UPI PIN তৈরি করুন।

উপরের কয়েকটি স্টেপস ফলো করে আধার কার্ড দিয়ে UPI PIN তৈরি করতে পারবেন।

Join Our Telegram ChannelJoin Now

NiyoX জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কিভাবে খুলে?

ঘরে বসে মিনিটেই করুন নিজের আধার কার্ড সংশোধন

SBI 5 মিনিটের মধ্যে 50,000 টাকা লোন দিচ্ছে, এইভাবে অবিলম্বে আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin