PAN Aadhaar Link – হাতে আর মাত্র কয়েক দিন বাকি, আজই করে নিন প্যান আধার লিঙ্ক, নইলে বিপদ!

PAN Aadhaar Link Online: হাতে আর মাত্র কয়েক দিন বাকি। প্যান কার্ডের সঙ্গে ১২ সংখ্যার আধার নম্বর লিঙ্ক না করলে পরে খুব সমস্যায় পড়বেন। আয়কর বিভাগের সর্বশেষ নির্দেশিকায় জানানো হয়েছে যে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। তাই ৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে প্যান আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করতে হবে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই দুটি কার্ড লিঙ্ক না করলে, ১ জুলাই পর থেকে প্যান কার্ড (Pan Card) নিষ্ক্রিয় হয়ে যাবে

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে। নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে এই দুটি কার্ডের দরকার পড়ে। এছাড়া এই দুটি কার্ড লিঙ্ক করা থাকলে আপনার আয়কর রিটার্ন দাখিল করতে অনেক সহজ হয়ে যাবে। মনে রাখবেন, প্যান আধার লিঙ্ক করার সময়সীমা অনেকবার বাড়ানো হয়েছে। কিন্তু এবার শেষ তারিখ ৩০ জুন, ২০২৩ করা হয়েছে। তাই আজই এই দুটি কার্ড লিঙ্ক করার প্রক্রিয়া সম্পন্ন করুন।

আপনাকে বলে রাখি যে, PAN Aadhaar Link করার আপনাকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। আর যদি লিঙ্ক না করেন তাহলে ১ জুলাই থেকে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই নিচের স্টেপগুলো ফলো করে নিজের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করুন। আর যদি আপনি জানেন না যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, তাহলে নীচে দেওয়া লিংকে ক্লিক করে জেনে নিন –

প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

PAN Aadhaar Link কিভাবে করবেন জেনে নিন

বর্তমানে আপনি বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা সম্ভব। তার জন্য আলাদাভাবে সাইবারে গিয়ে টাকা খরচ করার প্রয়োজন হবে না। এর জন্য আপনাকে নিচের স্টেপগুলি ফলো করতে হবে –

আগে দেখে নিতে হবে প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা –

১) প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in এর হোম পেজে যেতে হবে।

২) এরপর Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।

৩) আপনার প্যান কার্ড নম্বর, আধার কার্ড নম্বর লিখে ভিউ Link Aadhaar Status অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর দেখতে পাবেন আপনার প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা। যাদের লিঙ্ক আছে তাদের কিছু করার দরকার নেই। আর যদি লিঙ্ক না থাকে Link Aadhaar অপশনে ক্লিক করতে হবে।

এরপর নিচের স্টেপ ফলো করতে হবে 👇

আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, দিতে হবে না 50 টাকা

প্যান আধার লিঙ্ক করার পদ্ধতি –

১) Link Aadhaar অপশনে ক্লিক করার পর আপনার প্যান নম্বর, আধার কার্ড নম্বর লিখে Validate অপশনে ক্লিক করতে হবে।

২) এরপর আপনাকে Continue To Pay Through E-Pay Tax অপশনে ক্লিক করতে হবে।

৩) এরপর আপনার প্যান নম্বর দুটি শূন্যস্থানে লিখতে হবে এবং আপনার মোবাইল নম্বর লিখে Continue অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি লিখে Continue অপশনে ক্লিক করতে হবে।

৫) এরপর আপনাকে ১০০০ টাকা পেমেন্ট করতে হবে।

৬) পেমেন্ট করার কিছু দিনের মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

📌 মাত্র ১০ মিনিটে, সম্পূর্ন বিনামূল্যে বানিয়ে নিন PAN কার্ড, নম্বর পাবেন তৎক্ষণাৎ

📌 ই-শ্রম কার্ডের জন্য আবেদন কিভাবে করবেন, জেনে নিন

📌 পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin