How to check your account balance using SBI YONO app: YONO এর অর্থ হলো “You Only Need One“। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার SBI YONO অ্যাপের মাধ্যমে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি ব্যালেন্স চেক করার পাশাপাশি টাকা ট্রান্সফার, অ্যাকাউন্ট স্টেটমেন্টস, চেকবুক এর জন্য আবেদন, অনলাইন রিচার্জ, ক্রেডিট কার্ড বিল পেমেন্ট, ATM Card ছাড়া ATM থেকে টাকা তোলার মতো আরও অন্যান্য সুবিধা পাওয়া যায়। তাহলে আসুন আর দেরি না করে জেনে নেওয়া যাক কিভাবে YONO SBI App দিয়ে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন?
YONO SBI Registration: বাড়িতে বসে এক্টিভেট করুন SBI ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা
Step By Step Process of SBI Account Balance Check using SBI YONO App
SBI Account Balance Check using SBI YONO App- নিচের কয়েকটি পয়েন্টের মাধ্যমে YONO SBI অ্যাপের মাধ্যমে আপনি আপনার SBI Account Balance Check করতে পারবেন –
- সবার প্রথমে YONO SBI App -এ Registration করা না থাকলে রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করে ↗️
- এরপর, অ্যাপটি ওপেন করুন,

- ওপেন করার পর VIEW BALANCE অপশনে ক্লিক করুন,
- এরপর M-PIN অথবা User ID লিখে লগইন করুন,
- লগইন করার পর আপনি আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পাবেন,
- এরপর যদি Statement চেক করতে চান তাহলে View Statement অপশনে ক্লিক করুন।
উপরের এই কয়েকটি স্টেপস ফলো করে আপনি আপনার SBI Account Balance Check করতে পারবেন।
Join Our Telegram Channel | Join Now |
ঘরে বসে এইভাবে চালু করুন নিজের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা
অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন SBI ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট
Fi Bank Account Opening – ফেডারেল ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলুন, ফ্রি ATM কার্ড পাবেন