YONO SBI Registration: বাড়িতে বসে এক্টিভেট করুন SBI ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা

YONO SBI Registration: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) তে রয়েছে এবং নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করতে চান। তাহলে আপনি এই প্রতিবেদনের মাধ্যমে YONO SBI Registration করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আপনাকে বলে রাখি যে, আপনার YONO SBI Registration করার সময় আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাশবুক কাছে রাখতে হবে। যাতে আপনি খুব সহজেই SBI Internet Banking Service চালু করতে পারেন। পাশাপাশি আপনি যে মোবাইলে এই পরিষেবাটি চালু করতে চান সেই মোবাইলে SBI অ্যাকাউন্ট রেজিস্টার্ড মোবাইল নম্বর সিমকার্ড ইনসার্ট থাকতে হবে।

পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

কিভাবে SBI ইন্টারনেট ব্যাংকিং পরিষেবা চালু করবেন?

  1. প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে আপনার স্মার্টফোনে Yono SBI App ইনস্টল করতে হবে।
  2. এরপর অ্যাপটি ওপেন করতে হবে।
  3. এরপর আপনাকে Existing SBI Customer অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর আপনাকে সিম কার্ড ভেরিফিকেশন করতে হবে। যে মোবাইল নম্বর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে।
  5. এরপর Proceed অপশনে ক্লিক করতে হবে।
  1. এরপর Register for YONO with my ATM Card এবং Register with Account Details এই দুটি অপশন দেখতে পাবেন, এর মধ্যে থেকে আপনাকে যেকোনো একটি বেছে নিতে হবে।
  2. এরপর শূন্যস্থান সঠিকভাবে পূরণ করে OTP ভেরিফিকেশন করতে হবে।
  3. এরপর ATM কার্ডের বিবরণ লিখে Proceed অপশনে ক্লিক করতে হবে।
  4. এরপর ATM Card PIN লিখে Next অপশনে ক্লিক করতে হবে।
  5. এরপর ইন্টারনেট ব্যাংকিং-এর Username এবং Password সেট করতে হবে। যা আপনাকে কোথাও নোট করে রাখতে হবে, ভবিষ্যতে নেট ব্যাঙ্কিং ব্যবহার করার সময় প্রয়োজন হবে।
  6. এরপর Confirm অপশনে ক্লিক করতে হবে।
  7. এরপর আপনাকে 6 অংকের MPIN সেট করতে হবে। এটি কেবলমাত্র YONO SBI App ওপেন করতে কাজে লাগবে।
  8. সবশেষে, OTP ভেরিফাই করে সাবমিট করলে আপনার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের YONO SBI Registration অর্থাৎ SBI Internet Banking Service চালু হয়ে যাবে। আপনি এর মাধ্যমে SBI সমস্ত পরিষেবা ব্যবহার করতে পারবেন।

📌 অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট

📌 LIC এই পলিসিতে মাত্র ১২১ টাকা বিনিয়োগ করে পান ২৭ লক্ষ টাকা রিটার্ন, বিস্তারিত জানুন

📌 অনলাইনে PF থেকে টাকা তুলুন, এই নতুন পদ্ধতিতে

📌 আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin