প্রকাশিত হলো মাধ্যমিক পরীক্ষার রুটিন। দেখে নিন এখনই | Madhyamik Exam Routine 2023

Madhyamik Exam Routine 2023: একদিকে যেমন নতুন বছর শুরু হয়েছে, অন্যদিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা শুরু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি শুরু করেছে। তবে, মাধ্যমিক পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের চেয়ে পরীক্ষা নিয়ে বেশি চিন্তিত। কারণ একদিকে উচ্চ মাধ্যমিকের থেকে বেশ কয়েকদিন আগেই মাধ্যমিকের আয়োজন করা হবে, অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার্থীরা  এই প্রথম এত বড় পরীক্ষা দিতে চলেছেন।

আর তাই মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে বেশ চিন্তিত পরীক্ষার্থীরা। কারণ একটি ছোট্ট ভুল শিক্ষার্থীদের অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখে ফেলবে। বোর্ড কর্তৃক মাধ্যমিক পরীক্ষার রুটিন পাবলিশ (Madhyamik Exam Routine 2023) করা হলেও মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে বারবার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। আর তাই আজকের পোস্টে আমরা মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি।

Madhyamik Admit Card – কবে থেকে মিলবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কবে স্কুলে যেতে হবে, কি কি নিয়ম মানতে হবে?

কবে থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা ২০২৩?

Madhyamik Exam Routine 2023: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গেছে যে, আগামী ফেব্রুয়ারি 23 তারিখে অর্থাৎ 23 শে ফেব্রুয়ারি 2023 তারিখ থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা, আর শেষ হবে 4 ঠা মার্চ 2023 তারিখে।

  1. 23 শে ফেব্রুয়ারি 2023, বৃহস্পতিবার – প্রথম ভাষার পরীক্ষা,
  2. 24 শে ফেব্রুয়ারি 2023, শুক্রবার – দ্বিতীয় ভাষার পরীক্ষা,
  3. 25 শে ফেব্রুয়ারি 2023, শনিবার – ভূগোল পরীক্ষা,
  4. 27 শে ফেব্রুয়ারি 2023, সোমবার – ইতিহাস পরীক্ষা, (27/02/2023 তারিখ বদলে 01/03/2023, বুধবার করা হয়েছে)
  5. 28 শে ফেব্রুয়ারি 2023, মঙ্গলবার – জীবন বিজ্ঞান পরীক্ষা,
  6. 2 রা মার্চ 2023, বৃহস্পতিবার – গণিত পরীক্ষা,
  7. 3 রা মার্চ 2023, শুক্রবার – ভৌত বিজ্ঞান পরীক্ষা,
  8. 4 ঠা মার্চ 2023, শনিবার – ঐচ্ছিক বিষয় পরীক্ষা।

শুধুমাত্র ইতিহাস পরীক্ষার 27.02.2023 তারিখ বদলে 01.03.2023 তারিখ করা হয়েছে।

বদলে গেলো মাধ্যমিক পরীক্ষার রুটিন। দেখে নিন নতুন রুটিন।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে, বিগত দুই বছরে করোনা মহামারীর কারণে মাধ্যমিক* পরীক্ষা অনলাইনে নেওয়া হয়েছিল, তবে এ বছর তা অনলাইনে নেওয়া হবে না। পর্ষদের তরফে জানানো হয়েছে যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আগামী দিনে এটি অফলাইন করা হবে।

এছাড়াও সমগ্র রাজ্যের ছাত্র- ছাত্রীদের জানানো হয়েছে যে, মহামারীর আগে যেমন ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়েছিল ঠিক সেভাবে সকাল 11:45 AM থেকে 3:00 PM পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা চলবে অর্থাৎ 3 ঘন্টা 15 মিনিট সময় নিয়ে ছাত্র ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হবে। তবে ছাত্র-ছাত্রীর লেখার জন্য মাত্র 3 ঘণ্টা সময় পাবে, বাকি 15 মিনিট ছাত্র-ছাত্রীরা প্রশ্নপত্র পড়ার জন্য ব্যবহার করতে পারবে।

আরও পড়ুন – রাজ্যে রূপশ্রী প্রকল্পে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন 15 হাজার টাকা, আবেদন করুন এখনই

কিভাবে মাধ্যমিক পরীক্ষা রুটিন ডাউনলোড করবেন?

Madhyamik Exam Routine 2023 PDF মাধ্যমিক পরীক্ষা রুটিন ডাউনলোড করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন –

  • সবার প্রথমে WBBSE এর অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in -এ আসুন,
  • এরপর Other Links সেকশনের মধ্যে MP Examination Routine অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিভাইসে Madhyamik Exam Routine 2023 PDF Download হয়ে যাবে।

Important Links 

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now

আরও পড়ুন: 👇👇👇

👉 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

👉 Ration Card WhatsApp Services – এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেশন কার্ডের সমস্ত পরিষেবা পাবেন, জেনে নিন বিস্তারিত তথ্য।

👉 Aadhaar Card Update: আপনার আধার কার্ড ১০ বছর আগে বানানো হয়েছে? তাহলে এই কাজ না করলে কার্ড বাতিল হয়ে যাবে।

👉 PAN Card Big Update – আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

👉 ব্যাঙ্ক অফ বরোদাতে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

👉 Yuvashree Prakalpa: রাজ্যের যুবক যুবতীদের 1500 টাকা করে দিচ্ছে সরকার। রইলো আবেদন পদ্ধতি।

👉 Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin