Madhyamik Admit Card – কবে থেকে মিলবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, কবে স্কুলে যেতে হবে, কি কি নিয়ম মানতে হবে?

মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর কয়েকটা দিনের অপেক্ষা। মাধ্যমিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয়ে চলবে ৪ মার্চ শনিবার পর্যন্ত। মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে। মাধ্যমিক অ্যাডমিট কার্ডে যদি কোনও তথ্যের ভুল থাকে, তবে তা সংশোধনের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।

এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৩ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে সেই সমস্ত স্কুলগুলিতে। এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের কর্মকর্তারা পরীক্ষার্থীদের হাতে অ্যাডমিট কার্ড তুলে দেবেন।

Madhyamik Admit Card ভুল থাকলে কি করতে হবে?

যদি কোনো পরীক্ষার্থীর Madhyamik Admit Card -এ কোনো তথ্যের ভুল থাকে, তবে ২০ ফেব্রুয়ারির মধ্যে সংশোধনের জন্য আবেদন করতে হবে। এরপরে আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না 

পরীক্ষার রুটিনটা একবার দেখে নেওয়া যাক –

মাধ্যমিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৪ মার্চ পর্যন্ত। সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে ৩ টা পর্যন্ত অর্থাৎ ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা লেখার সময় পাবে ৩ ঘণ্টা, বাকি ১৫ মিনিট সময় পাবে প্রশ্নপত্র পড়ার জন্য।

  • ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পরীক্ষা হবে প্রথম ভাষা,
  • ২৪ ফেব্রুয়ারি শুক্রবার হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা,
  • ২৫ ফেব্রুয়ারি শনিবার হবে ভূগোল পরীক্ষা,
  • ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার হবে জীবন বিজ্ঞান পরীক্ষা,
  • ১ মার্চ বুধবার ইতিহাস পরীক্ষা,
  • ২ মার্চ বৃহস্পতিবার গণিত পরীক্ষা,
  • ৩ মার্চ শুক্রবার ভৌত বিজ্ঞান পরীক্ষা,
  • ৪ মার্চ শনিবার ঐচ্ছিক বিষযয়ের পরীক্ষা হবে।

Reliance Scholarship: রিলায়েন্স স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ৬ লক্ষ টাকা

বদলে গেলো মাধ্যমিক পরীক্ষার রুটিন। দেখে নিন নতুন রুটিন।
শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

Join Join