বদলে গেলো মাধ্যমিক পরীক্ষার রুটিন। দেখে নিন নতুন রুটিন।

Madhyamik Exam Routine Change: খুব শীঘ্রই রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। মাধ্যমিক পরীক্ষা ২০২৩ পরীক্ষার রুটিনে পরিবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে। আর মাত্র এক মাসের অপেক্ষা, এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে  ২৩ শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে । এ নিয়ে সকল শিক্ষার্থীর  মধ্যে প্রস্তুতি চলছে জোরকদমে। এরই মধ্যে আনা হলো মাধ্যমিক পরীক্ষার রুটিনে পরিবর্তন।

গত ১৯ শে জানুয়ারি ২০২৩ তারিখে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হবে। আর এই উপনির্বাচনের কারণে ২৭/০২/২০২৩ ইতিহাস পরীক্ষাটি পিছিয়ে ০১/০৩/২০২৩ বুধবার আয়োজিত হতে চলেছে। তবে পরীক্ষার অন্যান্য দিনের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানিয়েছে পর্ষদ। এর পাশাপাশি জানিয়েছে যে, পরীক্ষাটির তারিখের পরিবর্তন হলেও পরীক্ষা যথারীতি পূর্বে নির্ধারিত সময়, তারিখ ও নির্দিষ্ট কেন্দ্র একই থাকবে। শুধুমাত্র এই ইতিহাস পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে।

বাকি সমস্ত পরীক্ষা যথারীতি পূর্ব নির্ধারিত সময়, তারিখ এবং নির্দিষ্ট কেন্দ্রে হবে। এ বছরের পরীক্ষা হতে চলেছে ২৩শে ফেব্রুয়ারি থেকে ৪ঠা মার্চ পর্যন্ত। এছাড়াও, পর্ষদের তরফে সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের যে কোনও ধরণের বিভ্রান্তিকর খবর থেকে সতর্ক থাকতে বলেছে।

চলুন তাহলে আর দেরি না করে মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিনটি দেখে নেওয়া যাক –

Medhashree Prakalpa: রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা। প্রত্যেক ছাত্র-ছাত্রীরা পাবে ৮০০ টাকা

মাধ্যমিক পরীক্ষা ২০২৩ পরিবর্তিত রুটিন

  1. ২৩/০২/২০২৩, বৃহস্পতিবার – বাংলা পরীক্ষা,
  2. ২৪/০২/২০২৩, শুক্রবার – ইংরেজি পরীক্ষা,
  3. ২৫/০২/২০২৩, শনিবার – ভূগোল পরীক্ষা,
  4. ২৮/০২/২০২৩, মঙ্গলবার – জীবন বিজ্ঞান পরীক্ষা,
  5. ০১/০৩/২০২৩, বুধবার – ইতিহাস পরীক্ষা,
  6. ০২/০৩/২০২৩, বৃহস্পতিবার – গণিত পরীক্ষা,
  7. ০৩/০৩/২০২৩, শুক্রবার – ভৌত বিজ্ঞান পরীক্ষা,
  8. ০৪/০৩/২০২৩, শনিবার – ঐচ্ছিক বিষয় পরীক্ষা

Important Links

Official WebsiteClick Here
Download NotificationClick Here
Join Our Telegram ChannelJoin Now
Join Our WhatsApp GroupJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin