Ration Card WhatsApp Services – পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। রাজ্য সরকারের তরফে রাজ্যের সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে। যার মাধ্যমে এখন থেকে আপনি আপনার রেশন কার্ডের সমস্ত সমস্যার সমাধানের জন্য সরকারি অফিসে না দৌড়ে, বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন (Ration Card WhatsApp Services)।
রাজ্য সরকারের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য আবেদন, সংশোধন থেকে শুরু করে আরও অন্যান্য করতে পারতেন। তবুও সকলের সুবিধার কথা মাথায় রেখে এই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু করেছে। চলুন তাহলে জেনে নেওয়া কিভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেশন কার্ডের সমস্ত পরিষেবাগুলি ব্যবহার করবেন।
Ration Card WhatsApp Services আপনার মোবাইলে কিভাবে চালু করবেন?
১) প্রথমে আপনাকে রাজ্যের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজে যেতে হবে।
২) এরপর আপনাকে WHATSAPP CHAT BOT অপশনে ক্লিক করতে হবে।
৩) আপনাকে 99030 55505 নম্বর আপনার মোবাইলে একটি নির্দিষ্ট নামে সেভ করতে হবে।
৪) এরপর আপনাকে সেভ করা নম্বরে Hi লিখে পাঠাতে হবে।
৫) এরপর আপনাকে বাংলা বা ইংরেজী ভাষার মধ্যে যেকোনো একটি সিলেক্ট নিতে হবে। বাংলা ভাষা সিলেক্ট করতে ব লিখে পাঠাতে হবে, আর যদি ইংরেজি ভাষা সিলেক্ট করতে চান তাহলে E লিখে পাঠাতে হবে।
৬) এরপর অনেকগুলি অপশন আসবে, আপনার বিষয় সম্পর্কিত তথ্য জেনে নিতে পারবেন।
Ration Card WhatsApp Services এর মাধ্যমে কি কি সুবিধা পাবেন?
১) তথ্য / অনুসন্ধানের সুবিধা পাবেন।
২) রেশন কার্ড আবেদন সম্পর্কিত তথ্য।
৩) ধান কেনা বেচা সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
৪) অভিযোগ জানাতে পারবেন।
৫) রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নম্বর করার সুবিধা পাবেন।
৬) রেশন কার্ড সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
৭) খাদ্য সাথী সম্পর্কিত পরিষেবা পেতে পারবেন।
৮) আপনার আধার স্ট্যাটাস দেখতে পাবেন।
৯) দুয়ারে রেশনের তারিখ জানতে পারবেন।
১০) অন্য যেকোন তথ্য জানতে পারবেন।
এই পরিষেবা নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। পছন্দ হলে বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন, সঙ্গে থাকুন এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB
👉 এখন বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ড সংশোধন করে নিন
👉 LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে
👉 অনলাইনে মাত্র কয়েক মিনিটে খুলে নিন স্টেট ব্যাঙ্কের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট 2023