PAN Card Big Update – আপনার প্যান কার্ড আছে? তবে আজই সেরে নিন এই কাজ! নইলে দিতে হবে 10,000 টাকা জরিমানা।

আজকের দিনে প্রতিটি ব্যাঙ্কিং লেন-দেন থেকে শুরু করে অন্যান্য অফিসিয়াল কাজে প্যান কার্ড সবচেয়ে গুরুত্বপূর্ন নথি হয়ে উঠেছে। এখন প্রায় সবারই কাছে প্যান কার্ড করেছে। তাই যদি আপনি চান আপনার প্যান নিষ্ক্রিয় না হয়, তবে আপনাকে এই কাজ আজই সেরে নিতে হবে। সেই কাজটি হলো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক PAN Aadhaar Link) করা।

আয়কর বিভাগের তরফ থেকে নির্দেশ জারি করা হয়েছে যে, প্যান কার্ড (PAN Card) এবং আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করা বাধ্যতামূলক। তবে এই বছরে বাজেট ঘোষণার পর আপনার এই প্যান কার্ড 10,000 টাকার জরিমানার কারণ হতে পারে। পাশাপাশি প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। ফলে বিভিন্ন কাজে সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন, আর্থিক লেনদেনে, নতুন ব্যাঙ্ক একাউন্ট খুলতে, মিউচুয়াল ফান্ড ইত্যাদির মতো কাজ করতে পারবেন না।

আয়কর বিভাগ জানিয়েছে, আগামী 31 মার্চ, 2023 তারিখের মধ্যে যদি আপনি আপনার প্যান আধার লিঙ্ক না করেন 10 হাজার টাকা জরিমানা সহ প্যান কার্ড বাতিল হয়ে যাবে। তাই 10 হাজার টাকা জরিমানা এবং অন্যান্য সমস্যা থেকে রেহাই পেতে আজই করে ফেলুন নিজের প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link)।

আরও পড়ুন – আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা কোনো কঠিন বিষয় নয়। আপনি বাড়িতে বসে আপনার মোবাইল নিয়ে নিজের প্যান কার্ডে আধার লিঙ্ক করতে পারবেন। কিভাবে লিঙ্ক করবেন তা নিচের স্টেপগুলো ফলো করুন –

১) প্রথমে আপনাকে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www incometax.gov.in -এর হোম পেজে যেতে হবে।

২) এরপর Quick Links সেকশনের মধ্যে থাকা Link Aadhaar অপশনে ক্লিক করুন।

৩) এরপর আপনার প্যান নম্বর, আধার নম্বর Validate অপশনে ক্লিক করুন।

৪) এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে OTP আসবে, সেটি লিখে ভেরিফাই করে Validate অপশনে ক্লিক করুন।

৫) এরপর এক হাজার টাকা জরিমানা জমা করলে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে।

প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। এই ধরনের নতুন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের InfoNet Bangla ওয়েবপোর্টাল ফলো করতে ভুলবেন না।

আমাদের WhatsApp Group এবং Telegram Channel -এ যুক্ত হতে নীচে দেওয়া লিংকে ক্লিক করুন 👇👇

Join Our Telegram ChannelJoin Now
Join Our WhatsApp GroupJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin