ব্যাঙ্ক অফ বরোদাতে কয়েকশো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ – Bank of Baroda Recruitment 2023

Published on:
Bank of Baroda Recruitment 2023

ব্যাঙ্ক অফ বরোদা (BOB)-তে 500 টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন। Bank of Baroda Recruitment 2023

- Advertisement -

পদের নাম – Acquisition Officers

শুন্যপদের সংখ্যা – 500 টি

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা – যেকোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

- Advertisement -

বয়স সীমা – প্রার্থীর বয়স নূন্যতম 21 বছর থেকে সর্বোচ্চ 28 বছর হতে হবে। বয়স হিসাব করতে হবে 01.02.2023 তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।

আবেদন পদ্ধতি – আবেদনকারী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই প্রতিবেদনে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, বয়স, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

IDBI ব্যাঙ্কে 600 টি শূন্য পদে কর্মী নিয়োগ

প্রয়োজনীয় ডকুমেন্টস –

  • জন্ম তারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট।
  • বায়োডাটা।
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  • জাতিগত শংসাপত্র।
  • অভিজ্ঞতা সার্টিফিকেট।
  • পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

নিয়োগ পদ্ধতি – আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

নিয়োগ স্থান – কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, গুয়াহাটি, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, কানপুর, নাগপুর সহ আরও বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।

আবেদন ফি –

  • Gen/OBC/EWS – 600 টাকা
  • SC/ST/PWD/Women – 100 টাকা

আবেদনের শেষ তারিখ – 14 মার্চ, 2023

রাজ্যে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্লক অফিসে কর্মী নিয়োগ

Important Links – Bank of Baroda Recruitment 2023

Official NoticeDownload
Apply NowClick Here
More Job UpdateClick Here
Join Our WhatsApp GroupJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush