কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য যেমন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) চালু করেছে, তেমনই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bondhu) চালু করেছে। এই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকরা রবি শস্য ও খারিফ শস্যর জন্য ছয় মাস অন্তর বছরে মোট দুটি কিস্তিতে ৪০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত পান।
গত বছর অর্থাৎ ২০২২ সালের ২৭ শে জুনে খারিজ শস্যের টাকা দেওয়া হয়েছিল এবং রবি শস্যের টাকা দেওয়া হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরের ২১ তারিখে। আর এবারে সম্ভবত মে কিংবা জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। যেহেতু পঞ্চায়েত ভোট সামনে আছে, তাই মে মাসে সেই টাকা পাঠানো হতে পারে, তবে এই ধরনের কোনো অফিসিয়াল তথ্য নেই। অনুমান করা হচ্ছে মে কিংবা জুন মাসে টাকা পাঠানো হবে। যেহেতু ৬ মাস অন্তর টাকা পাঠানো হয়।
কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক
- প্রথমে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net -এর হোম পেজে যেতে হবে।
- এরপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশনে ক্লিক করতে হবে।
- এরপর কৃষকের ভোটার কার্ডের নম্বর লিখতে হবে।
- এরপর I’m not a robot অপশনে ক্লিক করতে হবে।
- সবশেষে Search অপশনে ক্লিক করলে কৃষক বন্ধুর স্ট্যাটাস চলে আসবে।
কৃষক বন্ধু সংক্রান্ত পরবর্তী আপডেট এলে আপনাকে আমরা তা জানিয়ে দেবো। এরজন্য আমাদের ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
✅ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট – সরকারের নতুন প্রকল্প, জেনে নিন কি কি সুবিধা পাবেন
✅ আপনি কি জানেন! মোবাইল রিচার্জে টেলিকম কোম্পানিগুলি ৩০ দিনের পরিবর্তে ২৮ দিন করে কেন
✅ পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন