রেশন ব্যবস্থায় বিরাট বদল এনেছে সরকার। এই রেশন ব্যবস্থার মাধ্যমে সরকার দেশের অধিকাংশ মানুষকে বিনামূল্যে (Free Ration Items List) এবং নির্দিষ্ট মূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে। যার ফলে দেশের বহু মানুষ উপকৃত হচ্ছেন।
তবে এপ্রিল মাসে রেশন কার্ড ক্যাটাগরি অনুযায়ী কত পরিমাণ সামগ্রী ও কি কি খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে, তা জানা না থাকলে আপনি সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী পাচ্ছেন কিনা, তা জানতে পারবেন না। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, এপ্রিল মাসে কোন কার্ডে কত পরিমাণ কি কি খাদ্য সামগ্রী পাবেন।
বর্তমানে আমাদের দেশে মোট ৫ টি ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড রয়েছে। সেগুলি হলো AAY, PHH, SPHH, RKSY-I ও RKSY-II ক্যাটাগরির রেশন কার্ড। এবার দেখে নেওয়া যাক কোন রেশন কার্ডে কত পরিমাণ কি কি খাদ্য সামগ্রী পাওয়া যাবে।
Free Ration Items List
AAY Ration Card: এই কার্ডের হোল্ডাররা সম্পূর্ন বিনামূল্যে পরিবারপিছু ২১ কেজি করে চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম করে আটা পাবেন। আটার পরিবর্তে গম নিলে ১৪ কেজি গম পাবেন। এছাড়াও পরিবারপিছু ১ কেজি করে চিনি পাওয়া যাবে। চিনির জন্য প্রতি কেজিতে ১৩ টাকা ৫০ পয়সা দাম দিতে হবে।
PHH Ration Card: এই কার্ডের হোল্ডাররা সম্পূর্ন বিনামূল্যে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টযুক্ত আটা পাবেন। আটার বদলে মাথাপিছু ২ কেজি করে গম পাবেন।
SPHH Free Ration Items List: এই কার্ডের হোল্ডাররা সম্পূর্ন ফ্রিতে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা বা ২ কেজি গম পাবেন।
RKSY – I Ration Card: এই কার্ড হোল্ডাররা সম্পূর্ন ফ্রিতে মাথাপিছু ৫ কেজি করে চাল পাবেন।
RKSY – II Free Ration Items List: এই কার্ড হোল্ডাররা মাথাপিছু সম্পূর্ন বিনামূল্যে ২ কেজি করে চাল পাবেন।
পশ্চিমবঙ্গ খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফে রেশন গ্রাহকদের জন্য যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিমাণ ও মূল্য ধার্য করা হয়েছে, তার থেকে যদি রেশন সামগ্রী কম পান, তাহলে এই নম্বরে কল করে অভিযোগ করতে পারেন।
হেল্পলাইন নম্বর:-
TOLL FREE: ১৯৬৭ ও ১৮০০ ৩৪৫ ৫৫০৫
এছাড়া, WhatsApp Chatbot নম্বর চালু করা হয়েছে,
সেটি হলো ৯৯০৩০৫৫৫০৫
এই সংক্রান্ত খবরের নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে আমাদের ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।
👉 রাজ্যের বেকার যুবক-যুবতী প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন, এখনই আবেদন করুন
👉 বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন
👉 পরিবারে কন্যা সন্তান থাকলেই SBI দেবে ১৫ লক্ষ টাকা, কিভাবে সুবিধা পাবেন? জেনে নিন