Lakshmir Bhandar – বিরাট সুখবর! স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও এবার থেকে মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন জনপ্রিয় প্রকল্প কার্যকরী করেছে। এর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Prakalpa)। পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। এতদিন স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যেত না। কিন্তু এবার থেকে স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া এই প্রকল্পের সুবিধা অর্থাৎ টাকা মিলবে। এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাস্থ্য সাথী কার্ড ছাড়া Lakshmir Bhandar কিভাবে মিলবে?

১ লা এপ্রিল ২০২৩ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। সেখান থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিষেবা মিলবে। জানা গিয়েছে, দুয়ারে সরকার এর মাধ্যমে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, ভবিষ্যত ক্রেডিট কার্ড, বিধবা ভাতা সহ আরও অন্যান্য প্রকল্পে হাজার হাজার আবেদনপত্র জমা পড়েছে। তবে সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে।

Free Ration Items List – এপ্রিল মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাবেন, লিস্ট দেখে নিন

সূত্রের খবর, দুয়ারে সরকার শুরুর প্রথম দিনই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ১ লক্ষ ৩৫ হাজার আবেদন পত্র জমা পড়েছে। তারপরে, স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য ৬০,০০০ আবেদনপত্র জমা পড়েছে। খাদ্য সাথী প্রকল্পের জন্য ৩০,০০০ আবেদনপত্র জমা পড়েছে। এরপরে রয়েছে বিধবা ভাতার জন্য ২১,০০০ আবেদনপত্র জমা পড়েছে এবং মেধাশ্রী প্রকল্পের জন্য প্রায় ২০০ আবেদনপত্র জমা পড়েছে।

✅ Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

✅ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট – সরকারের নতুন প্রকল্প, জেনে নিন কি কি সুবিধা পাবেন

✅ Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

✅ ICDS Recruitment 2023: রাজ্যে ব্লক ভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, 256টি শূন্যপদ, যোগ্যতা 8th-10th পাশ

✅ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ

FAQs – Lakshmir Bhandar

How much amount is given to Lakhir Bhandar?

500 per month for the general category and Rs. 1000 per month for the SC/ST category.

What is the new age limit for Laxmi Bhandar?

Only women of 25 to 60 years of age will be eligible in Laxmir Bhandar Scheme.

Who started Lakshmir Bhandar scheme?

The government of West Bengal.

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin