ICDS Recruitment 2023: রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, 1582টি শূন্যপদ, যোগ্যতা 8th-10th পাশ

ICDS Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। এবার রাজ্যে ফের আইসিডিএস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুধুমাত্র অষ্টম ও দশম শ্রেণী যোগ্যতার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

ICDS Recruitment 2023 – Overview

নিয়োগকারী সংস্থাDistrict Program Officer, Hooghly
পদের নামAnganwadi Worker & Sahayika
মোট শূন্যপদ১৫৮২ টি
চাকরির ধরণসরকারী
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ তারিখ৪ সেপ্টেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটhooghly.nic.in
Join WhatsApp GroupJoin Now

পদের নাম

এখানে দুটি পদে নিয়োগ করা হবে –

  • অঙ্গনওয়াড়ি কর্মী
  • অঙ্গনওয়াড়ি সহায়িকা 

মোট শূন্যপদ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৫৮২ টি শূণ্যপদে নিয়োগ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদে ২৯৩ টি এবং অঙ্গনওয়াড়ি সহকারী পদে ১২৮৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) পদের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) পদের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে।

*শুধুমাত্র মহিলারাই এখানে আবেদনেরযোগ্য।

বয়সসীমা

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের প্রতিমাসে সরকার নির্ধারিত সাম্মানিক ভাতা দেওয়া হবে।

নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে এয়ারপোর্টে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১ হাজার টাকা

কিভাবে আবেদন করবেন? ICDS Recruitment 2023

  • আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
  • নীচে দেওয়া লিংকে ক্লিক করে Application Form পেজে যেতে হবে।
  • এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

  • পরিচয়পত্র
  • বয়সের প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
  • রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার

নিয়োগ প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথম ধাপে লিখিত ৯০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এখানে যারা পাশ করবেন তাদের ডেকে নেওয়া হবে পরবর্তী ধাপে তথা ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ে রাখা হয়েছে ১০ নম্বর। এক্ষেত্রে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে তাদের নম্বর দেওয়া হবে। সবশেষে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে, মেরিট লিস্ট ভিত্তিতে সরাসরি কর্মী পদে নিযুক্ত করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ

অনলাইন আবেদন শুরু১০/০৮/২০২৩
অনলাইন আবেদন শেষ০৪/০৯/২০২৩

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (আরামবাগ)Download PDF
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (শ্রীরামপুর)Download PDF
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (চন্দননগর)Download PDF
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি (সদর)Download PDF
📝 অনলাইন আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটhooghly.nic.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

1 thought on “ICDS Recruitment 2023: রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ, 1582টি শূন্যপদ, যোগ্যতা 8th-10th পাশ”

Leave a Comment

JoinJoin