মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট – সরকারের নতুন প্রকল্প, জেনে নিন কি কি সুবিধা পাবেন | Mahila Samman Savings Certificate 2023

Mahila Samman Savings Certificate 2023: এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে ২০২৩-২৪ নতুন অর্থবর্ষ। এই নতুন অর্থবর্ষ থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বা মহিলা সম্মান সঞ্চয় যোজনায় মহিলারা বিনিয়োগ করতে পারবেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১লা ফেব্রুয়ারি ২০২৩ -এ বাজেট পেশ করার সময় মহিলাদের জন্য একটি বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিলেন, যার সুবিধা এখন থেকে নিতে পারবেন মহিলারা।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট কোথায় খুলতে পারবেন

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বা মহিলা সম্মান সঞ্চয় (Invest in Mahila Samman Savings Certificate 2023) যোজনায় নাম নথিভুক্ত করার জন্য আপনার নিকটবর্তী পোস্ট অফিস বা কোনও অনুমোদিত ব্যাঙ্কে যেতে হবে।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পটি কাদের জন্য?

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট প্রকল্পের অধীনে দেশের যেকোনও মহিলা তার নিজের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার নাবালিকা মেয়ের নামেও অভিভাবকরা এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই প্রকল্পের অধীনে ২০২৫ সালের ৩১ মার্চের মধ্যে দেশের যেকোনও মহিলা বা নাবালিকা মেয়ের নামে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। অ্যাকাউন্ট খোলার জন্য ফর্ম- ১ পূরণ করে পোস্ট অফিস বা কোনও অনুমোদিত ব্যাঙ্কে জমা করতে হবে।

পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

কত টাকা বিনিয়োগ করতে হবে এবং সুদের হার কত?

  • এই প্রকল্পের অ্যাকাউন্টে মহিলারা নূন্যতম ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন।
  • এরপর 100 টাকার গুণিতকে যে কোনও অঙ্ক জমা করা যেতে পারে।
  • এই প্রকল্পে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে সিঙ্গেল অ্যাকাউন্ট হোল্ডার হতে হবে।
  • বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
  • প্রতি ত্রৈমাসিকের পর সুদের পরিমাণ গ্রাহকের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
  • বিনিয়োগের টাকা দুই বছর পর এই প্রকল্পের মেয়াদ পূর্ণ হবে। সেই সময় ফর্ম- ২ পূরণ করে অ্যাকাউন্ট হোল্ডার টাকা তুলতে পারবেন।

NPS Withdrawal New Rules 2023 – পেনশনের টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন, এই কাজটি না করলে পাবেন না টাকা

টাকা তোলার সুবিধা

এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলার দুই বছর পর স্কিমের মেয়াদ পূর্তির টাকা তুলতে পারবেন। এই স্কিমের আওতায় অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে প্রথম বছরের পর মেয়াদ পূরণের আগেই অ্যাকাউন্ট হোল্ডার টাকা তুলতে পারবেন। জানা গিয়েছে, ফর্ম- ৩ জমা দিয়ে ব্যালেন্সের সর্বোচ্চ ৪০ শতাংশ তোলা যাবে।

Lakshmir Bhandar – বিরাট সুখবর! স্বাস্থ্য সাথী কার্ড না থাকলেও এবার থেকে মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে টাকা তোলা

  • যদি মেয়াদ পূর্তির আগেই অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়, তাহলে টাকা তুলে নেওয়া যায়।
  • যদি পোস্ট অফিস বা ব্যাঙ্ক কর্তৃপক্ষ মনে করেন অ্যাকাউন্ট হোল্ডারের চিকিৎসার জন্য অর্থ প্রয়োজন অথবা অভিভাবকের মৃত্যুর জেরে তিনি আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে সকল ডকুমেন্ট জমার পর অ্যাকাউন্ট দুই বছরের মেয়াদের আগে বন্ধের অনুমতি দেওয়া হতে পারে।

📌 Post Office MIS Scheme: পোস্ট অফিসের জনপ্রিয় সঞ্চয় স্কিম, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে টাকা পান।

📌 Free Ration Items List – এপ্রিল মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাবেন, লিস্ট দেখে নিন

📌 Voter Aadhaar Link: ৩১ মার্চের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডও লিঙ্ক করতে হবে, কিভাবে করবেন? ক্লিক করে জেনে নিন

📌 Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন করুন, জেনে নিন বিস্তারিত পদ্ধতি।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin