PM Kisan New Registration 2023: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অনলাইন আবেদন করুন, এই পদ্ধতিতে

PM Kisan New Registration 2023: নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ওয়েবসাইটের এই প্রতিবেদনে স্বাগতম। বন্ধুরা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বছরে 6 হাজার টাকা দেওয়া হয় কৃষকদের। তাই আপনি যদি এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার জন্য আবেদন করেননি, তাহলে এই প্রতিবেদনে বিস্তারিত বলবো যে কিভাবে PM Kisan New Registration করবেন

আপনাদের বলে রাখি যে এখন কিন্তু আবেদন করার সময় আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ লিখতে হচ্ছে না। এছাড়াও আবেদন করার ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। তাই আপনাকে আমাদের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার জন্য অনুরোধ করবো। চলুন জেনে নেওয়া PM Kisan New Registration করবেন কিভাবে এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে।

আবাস প্লাস ফাইনাল লিস্ট ২০২৩, এই দ্বিতীয় লিস্টে নাম রয়েছে কিনা দেখুন

কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে?

PM Kisan New Registration Process 2023

Step – 1

  • PM Kisan New Registration করার জন্য সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
  • হোম পেজে FARMERS CORNER সেকশনের মধ্যে থাকা New Farmer Registration অপশনে ক্লিক করুন,
  • ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ খুলে আসবে, যা নিম্নরূপ হবে –
PM Kisan New Registration Process 2023
  • এরপর আপনি যদি গ্রামীণ ক্ষেত্র থেকে হয়ে থাকেন তাহলে Rural Farmer Registration অপশন সিলেক্ট করবেন, আর যদি শহুরে ক্ষেত্র থেকে হয়ে থাকেন তাহলে Urban Farmer Registration অপশন সিলেক্ট করুন,
  • এরপর আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, রাজ্য লিখে ক্যাপচা কোড পূরণ করে Get OTP অপশনে ক্লিক করুন,
  • এরপর আপনার মোবাইলে OTP যাবে সেই OTP লিখে পুনরায় ক্যাপচা লিখে Submit বোতামে ক্লিক করুন,
  • সাবমিট বোতামে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে একটি OTP যাবে সেটি লিখে আবার ক্যাপচা কোড লিখে Verify Aadhaar OTP বোতামে ক্লিক করুন,
  • ক্লিক করার পর একটি নতুন ফর্ম খুলে আসবে, যা নিম্নরূপ হবে –
PM Kisan New Registration Process 2023
  • এখানে আপনার রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক, গ্রাম সিলেক্ট করুন,

Step 2 – FARMER PERSONAL DETAILS 

  • এখানে আপনার ক্যাটাগরি, ফার্মার টাইপ সিলেক্ট করুন, 
  • এরপরে Land Registration ID লিখুন, এটা আপনার রেকর্ডে উপরের দিকে থাকবে,
  • এরপর রেশন কার্ডের নম্বর লিখুন,
  • এরপর আপনি PM Kisan Mandhan Yojana এর সুবিধা পেতে চান তবে Yes করুন তাতুবা No সিলেক্ট করুন, আমি এখানে No সিলেক্ট করেছি।
  • এরপর Ownership (Land Holding) – Single / Joint কোনটা সিলেক্ট করুন,
  • এরপর ADD অপশনে ক্লিক করে জমির বিবরণ লিখুন, যেমন – খতিয়ান নম্বর, দাগ নম্বর, Area (হেক্টরে), Land Transfer Status সিলেক্ট করুন, 

Step 3 – UPLOAD SUPPORTING DOCUMENT

  • Land -এ জমির রেকর্ড আপলোড করুন, (50kb মধ্যে PDF ফরম্যাটে)
  • Aadhar -এ আপনার আধার কার্ড আপলোড করুন,
  • এরপর সমস্ত তথ্য পূরণ করার পর Save বোতামে ক্লিক করুন,
  • Save বোতামে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সফলভাবে জমা হয়ে যাবে।
  • এখানে কোনো ভাবেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আপলোড ও লেখার অপশন পাবেন না, কেননা এখন টাকা আধার কার্ডের মাধ্যমেই চলে আসবে। তাই আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিংক রাখতে হবে।
  • আধার কার্ডে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিংক আছে কিনা জানতে এখানে ক্লিক করুন ↗️

PM Kisan Application Status Check Online

PM Kisan New Registration করার পর Application Status Check করার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন –

  • সবার প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে,
  • হোম পেজে আসার পর এখানে Status of Self Registered Farmer অপশনে ক্লিক করুন,
  • এরপর এখানে আপনার আধার কার্ডের নম্বর এবং ক্যাপচা কোড লিখে Search বোতামে ক্লিক করুন,
  • এখানে দেখতে পাবেন আপনার আবেদন কোন অবস্থায় রয়েছে।

ফ্রি শৌচালয়ের জন্য আবেদন করুন, এইভাবে

এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন ছাড় কাদের?

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now
Application Status Check LinkClick Here

New Year Free Ration List 2023: বিনামূল্যে আরও ১ বছর রেশন পাবেন ৮০ কোটিরও বেশি মানুষ, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

আর আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, এখন বাড়িতে বসে মোবাইল দিয়ে আধার কার্ড সংশোধন করতে পারবেন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin