বন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

উইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII) -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। নীচে এই নিয়োগের শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের তারিখ ইত্যাদির বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে।

Advertisement No.WII/ADM/2023/30
নিয়োগকারী সংস্থাWildlife Institute of India
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদবিশদ দেখুন
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদনের শেষ তারিখ৩০ জুন, ২০২৩
অফিসিয়াল সাইটwww.wii.gov.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

বিষয় সূচী ~

WII Forest Department Job

১) পদের নাম (Post Name)

  • Multi Tasking Staff (MTS)

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৪ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এই পদে আবেদনের ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ৩০.০৬.২০২৩ তারিখ অনুযায়ী।

চাকরির খবরঃ অষ্টম পাশে জেলা আদালতে গ্রুপ ‘ডি’ কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি

২) পদের নাম (Post Name)

  • Assistant Grade – III

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৪ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটারে টাইপিং -এ দক্ষ হতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারীর ৩০.০৬.২০২৩ তারিখ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।


৩) পদের নাম (Post Name)

  • Technician

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৪ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের IT সার্টিফিকেট থাকতে হবে।

অথবা, যেকোনও স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলেছে দেখুন

৪) পদের নাম (Post Name)

  • Technical Assistant (Field)

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

চাকরিপ্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Library Science বা সমমানের স্নাতক ডিগ্রি করে থাকতে হবে।

অথবা, ৩ বছরের পূর্ণ সময়ের Engineering/Technology বিষয়ে Diploma পাশ করে থাকলে এই পদে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।


৫) পদের নাম (Post Name)

  • Assistant Director (OL)

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

৩০.০৬.২০২৩ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও

৬) পদের নাম (Post Name)

  • Senior Technical Officer

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Library Science বা সমমানের যে কোনো বিষয়ে ফার্স্ট ক্লাস পেয়ে ডিগ্ৰি পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ! মাধ্যমিক পাশে আবেদন করুন

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট www.wii.gov.in এ গিয়ে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনপত্র যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা এই প্রতিবেদনের নীচে দেওয়া হয়েছে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

The Director, Wildlife Institute of India, Chandrabani, Dehradun, Uttarakhand 

আবেদন ফি (Application fee)

এখানে আবেদন করার জন্য সাধারন জাতিভুক্ত চাকরিপ্রার্থীদের ৭০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। আবেদন ফি জমা করতে হবে সংস্থার Director, Wildlife Institute of India, 

Dehradun -এ ডিমান্ড ড্রাফট করে আবেদন ফি জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

লিখিত পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

আগামী ৩০.০৬.২০২৩ তারিখ পর্যন্ত অফলাইন আবেদন প্রক্রিয়া চলবে। তাই ইচ্ছুক প্রার্থীরা অতি শীঘ্রই আবেদন করুন।

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনDownload Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 MORE JOBS UPDATECLICK HERE

🔥 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ

🔥 IRCTC Recruitment 2023 – মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ

🔥 পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ

🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ

🔥 AIIMS দিল্লিতে ৫২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৮,৭৫০ টাকা থেকে শুরু

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin