IRCTC Recruitment 2023 – মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ

IRCTC Recruitment 2023: বেকার চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে ভারতীয় রেলের তরফে ফের একটি নতুন নিয়োগের সুখবর। IRCTC ওয়েবসাইটের কথা আমরা প্রায় সকলেই জানি। দৈনন্দিন জীবনে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের রিজার্ভেশন কিংবা তৎকাল টিকিট বুকিং করে থাকি।

আর এবারে IRCTC এর তরফে মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলা থেকে পুরুষ মহিলা নির্বিশেষে সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.2023/IRCTC/EZ/HRD/Apprentices
নিয়োগকারী সংস্থাIndian Railway Catering & Tourism Corporation Ltd (IRCTC)
পদের নামবিশদ দেখুন
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২৯ জুন, ২০২৩
স্থানকলকাতা
অফিসিয়াল সাইটwww.irctc.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

IRCTC Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে Computer Operator and Programming Assistant (COPA) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ২৫ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং NCVT/SCVT অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে COPA ট্রেডে ITI পাশ করা চাকরি প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়স ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী হিসেব করবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

মাসিক ভাতা (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৭০০০ টাকা দেওয়া হবে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে –

  • প্রথমে www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Registration করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর User Id ও Password পাওয়া যাবে সেটি দিয়ে Login করতে হবে।
  • লগইন করার পর আবেদনপত্র পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • এরপর আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নেবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট,
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
  • রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের  ফটো স্ক্যান করা।
  • আবেদনকারীর নিজের সিগনেচার স্ক্যান করা।
  • অন্যান্য ডকুমেন্টস।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

মেরিট লিস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

IRCTC Recruitment 2023

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৬.২০২৩
আবেদন শুরু১৪.০৬.২০২৩
আবেদন শেষ২৯.০৬.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔥 রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

🔥 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ

🔥 মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে

🔥 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও

🔥 PAN Aadhaar Link – হাতে আর মাত্র কয়েক দিন বাকি, আজই করে নিন প্যান আধার লিঙ্ক, নইলে বিপদ!

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

6 thoughts on “IRCTC Recruitment 2023 – মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ”

  1. আমাদের অবস্থা খুব খারাপ please একটা help করুন sir মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে 12পাস সার্টিফিকেট আছে আর কদিন পরে আমার কলেজ কমপ্লিট হবে তাহলে গ্রাজুয়েট কমপ্লিট হবে আমার কম্পিউটার কোর্স করা আছে সাটিফিকেট ও আছে

    Reply
  2. Our condition is very bad please help sir I have secondary pass certificate 12 pass certificate and after few days my college will be complete then graduate will be complete I have done computer course and have certificate

    Reply

Leave a Comment

JoinJoin