সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও! এইভাবে করে ফেলুন আবেদন

Published on:
India Post Payment Bank Executive Recruitment 2023

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। কেন্দ্রীয় ডাক বিভাগের অধীনস্থ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB) -এ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

- Advertisement -
Advertisement No.IPPB/CO/HR/RECT./2023-24/01
নিয়োগকারী ব্যাঙ্কIndia Post Payments Bank Limited (IPPB)
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩ জুলাই, ২০২৩
অফিসিয়াল সাইটwww.ippbonline.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

India Post Payment Bank Executive Recruitment 2023

১) পদের নাম (Post Name)

এখানে Executive (Associate Consultant -IT) পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ৩০ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

B.E./B.Tech. in Computer Science /Information Technology অথবা,

- Advertisement -

Master of Computer Application (MCA) করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৪ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের বার্ষিক ১০,০০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে IRCTC -তে কাজের সুযোগ

২) পদের নাম (Post Name)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Executive (Consultant – IT) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

B.E./B.Tech. in Computer Science /Information Technology অথবা,

Master of Computer Application (MCA) করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে ৪ বছরের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের বার্ষিক ১৫,০০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

৩) পদের নাম (Post Name)

IPPB ব্যাঙ্কে Executive (Senior Consultant-IT) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

আবেদনকারী প্রার্থীদের B.E./B.Tech. in Computer Science /Information Technology অথবা,

Master of Computer Application (MCA) করা থাকলে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিভাগে ৬ বছরের পূর্ব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের বার্ষিক ২৫,০০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে DVC -তে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

আবেদন পদ্ধতি (Apply Process)

  • উপরের পদ গুলিতে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে।
  • আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ippbonline.com -এ যেতে হবে অথবা এই প্রতিবেদনের নীচে দেওয়া ডিরেক্ট লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর ইমেইল এবং SMS -এর মাধ্যমে Registration Number এবং Password পাবেন।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

বিঃদ্রঃ – মোবাইল দিয়ে আবেদন করতে হলে মোবাইল Rotate করে নেবেন। 

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন ফি (Application fee)

SC/ ST/ PWD প্রার্থীদের ১৫০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের ৭৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৬.২০২৩
আবেদন শুরু১৩.০৬.২০২৩
আবেদন শেষ০৩.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

🔥 বন দপ্তরে মাল্টি টাস্কিং স্টাফ সহ অন্যান্য পদে কর্মী নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করুন

🔥 AIIMS দিল্লিতে ৫২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 [Track] Find Lost Mobile Phone: আপনার হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে দেবে সরকার! জানুন কিভাবে

🔥 অবশেষে আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র, দেখে নিন শেষ তারিখ কবে

🔥 কলকাতা সাহা ইনস্টিটিউটে চাকরির সুযোগ

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

2 thoughts on “সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও! এইভাবে করে ফেলুন আবেদন”

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush