AIIMS দিল্লিতে ৫২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৮,৭৫০ টাকা থেকে শুরু

Published on:
AIIMS Delhi Senior Resident Recruitment 2023

যে সকল চাকরিপ্রার্থীরা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) -এ চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য রয়েছে দারুন সুখবর।  অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস, দিল্লি (AIIMS)  -এ ৫২৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের নিয়োগ করা হবে একাধিক বিভাগে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনও জেলার চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আগামী ২৮ জুন, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

- Advertisement -
Advertisement No.
নিয়োগকারী সংস্থাALL INDIA INSTITUTE OF MEDICAL SCIENCES, New Delhi
পদের নামSenior Resident/ Senior Demonstrators
মোট শূন্যপদ৫২৮ টি।
বেতন (₹)বিশদে জানুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ১০ জুন, ২০২৩
স্থানদিল্লি
অফিসিয়াল সাইটwww.aiimsexams.ac.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

AIIMS Delhi Senior Resident Recruitment 2023

পদের নাম– Senior Resident/ Senior Demonstrators

কোন কোন বিভাগে নিয়োগ করা হবে, তা জানতে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

- Advertisement -

মোট শূন্যপদ– এখানে সব মিলিয়ে মোট ৫২৮ টি শূন্যপদ রয়েছে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিভাগে Postgraduate Medical Degree করে থাকা চাকরি প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।

বয়সসীমা– এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ৩১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন– এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,৭৫০/- থেকে ৫৬,১০০/- টাকা।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলেছে, এক নজরে দেখে নিন

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য নীচে দেওয়া স্টেপগুলি ফলো করুন –

  • প্রথমে www.aiimsexams.ac.in ওয়েবসাইটে যেতে হবে।
  • এরপর Registration অপশনে ক্লিক করে Senior Residents/ Senior Demonstrator অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর New Registration -এর অধীনে থাকা Click Here অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর Proceed অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদন ফি পেমেন্ট করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করে সঙ্গে রাখবেন।
  • তারপরে সংস্থার তরফ থেকে প্রার্থীদের CBT পরীক্ষার জন্য সূচনা দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কম্পিউটার বেসড টেস্ট (CBT) পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

AIIMS Delhi Senior Resident Recruitment 2023

আবেদন ফি

General এবং OBC ক্যাটাগরি প্রার্থীদের জন্য আবেদন ফি হিসেবে ৩০০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ EWS ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি হিসেবে ২৪০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে Debit Card/ Credit Card/ Net Banking দিয়ে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৪.০৬.২০২৩
অনলাইন আবেদন শুরু১৪.০৬.২০২৩
অনলাইন আবেদন শেষ২৮.০৬.২০২৩
CBT পরীক্ষার তারিখ১৫.০৭.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
আবেদন করুনApply Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, ITI পাশ করে থাকলে আবেদনের যোগ্য

👉 রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি

👉 রাজ্যের শ্রম-রোজগার দপ্তরে সরাসরি ইন্টারভিউয় দিয়ে চাকরির সুযোগ

👉 পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও

👉 মাধ্যমিকে ৬০% নাম্বার পেলেই ২৪,০০০ টাকা দেবে রাজ্য সরকার, শীঘ্রই আবেদন পদ্ধতি জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush