মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করুন

NLC India Limited -এ প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারা ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.02/2023
নিয়োগকারী সংস্থাNLC India Limited
পদের নামবিভিন্ন পদ
মোট শূন্যপদ৫০০ টি
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৮.০৭.২০২৩
১৬.০৮.২০২৩ (বাড়ানো হয়েছে)
অফিসিয়াল সাইটwww.nlcindia.in
হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsফলো করুন

NLC India Limited Recruitment 2023

এখানে দুটি পদে নিয়োগ করা হবে, সেগুলি হলো – Industrial Trainee (Mines & Mines Support Services) এবং Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] । সব মিলিয়ে মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে।

এই দুটি পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়সসীমা সহ বিস্তারিত নীচে দেওয়া হয়েছে 👇👇

১) পদের নাম (Post Name)

এখানে Industrial Trainee (Mines & Mines Support Services) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

NLC India Limited Recruitment 2023 -এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এই পদে সব মিলিয়ে মোট ২৬২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ ভারতের যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Fitter/ Turner/ Welding/ Electrician/ MMV/ Civil/ Tractor Mechanic/ Diesel Mechanic/ Foundry/ Cable Jointing ট্রেডে ITI করা প্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সঙ্গে NAC সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী UR/EWS ক্যাটাগরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে। OBC ক্যাটাগরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং SC/ST ক্যাটাগরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৪,০০০/- টাকা থেকে ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

NLC India Limited Recruitment 2023

২) পদের নাম (Post Name)

এখানে Industrial Trainee [Specialised Mining Equipment (SME) Operations] পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট শূন্যপদ ২৩৮ টি রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

AICTE/UGC/State Board of Technical Education স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম ৩ বছরের Engineering -এ Diploma কোর্স সম্পূর্ন করা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী UR/EWS ক্যাটাগরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে। OBC ক্যাটাগরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং SC/ST ক্যাটাগরি প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪২ বছর হতে হবে।

বেতন (Salary)

এই নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,০০০/- টাকা থেকে ২২,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

  • ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • অনলাইনে আবেদন করার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.nlcindia.in -এ যেতে হবে অথবা, এই প্রতিবেদনের নীচে দেওয়া আবেদন লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে হবে।
  • এরপর নিজের নাম, বৈধ ইমেইল আইডি, সক্রিয় মোবাইল নম্বর এবং পদের নাম সিলেক্ট করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট এসএমএস এবং ইমেইলের মাধ্যমে পেয়ে যাবেন আবেদনকারী প্রার্থীরা।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৯.০৬.২০২৩
আবেদন শুরু০৯.০৬.২০২৩
আবেদন শেষ০৮.০৭.২০২৩
১৬.০৮.২০২৩ (বাড়ানো হয়েছে)

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
▶️ Extended NotificationClick Here
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও আরও অন্যান্য পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে করুন আবেদন

👉 মাধ্যমিক পাশে এয়ারপোর্টে শতাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২১ হাজার টাকা

👉 টাটা স্টিল কোম্পানিতে কাজের সুযোগ

👉 রাজ্য সরকারের নতুন প্রকল্প! পাবেন ৩০ হাজার টাকা, আবেদন পদ্ধতি জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

2 thoughts on “মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদন করুন”

Leave a Comment

JoinJoin