পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত এক নিয়োগের সুখবর রয়েছে। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBPDCL Recruitment 2023) -এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে নিচে জানানো হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।
Advertisement No. | WBPDCL/Recruitment/2023/05 |
নিয়োগকারী সংস্থা | West Bengal Power Development Corporation Limited (WBPDCL) |
পদের নাম | বিভিন্ন পদ |
মোট শূন্যপদ | বিশদ দেখুন |
বেতন (₹) | ৬৩,০০০ – ৮০,০০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৪ জুলাই, ২০২৩ |
স্থান | পশ্চিমবঙ্গ |
অফিসিয়াল সাইট | www.wbpdcl.co.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
WBPDCL Recruitment 2023
পদের নাম (Post Name)
- Geologist
- Welfare Officer
মোট শূন্যপদ (Total Vacancy)
- Geologist – ০১ টি (UR)।
- Welfare Officer – ০১ টি (SC)।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Geologist পদের ক্ষেত্রে – যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Honours Graduate in Geology করে থাকতে হবে। পাশাপাশি Minex Software এর বিষয়ে জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে, Welfare Officer পদের ক্ষেত্রে – যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে PG ডিগ্রি সহ স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে কয়লা উল্লোলনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা (Age Limit)
WBPDCL Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে বয়স হিসেব করা হবে ০১.০৬.২০২৩ তারিখ অনুযায়ী।
- Geologist পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর।
- Welfare Officer পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৭ বছর।
বেতন (Salary)
এখানে Geologist পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ৮০,০০০ টাকা এবং Welfare Officer পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ৬৩,০০০ টাকা বেতন দেওয়া হবে
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ! মোট ৫০০ টি শূন্যপদ রয়েছে
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি নীচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো –
- প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.wbpdcl.co.in এর হোমপেজে যেতে হবে।
- এরপর মেনুবারে থাকা Career অপশনে ক্লিক করে Apply Online অপশনে ক্লিক করতে হবে অথবা, এই প্রতিবেদনের নীচে দেওয়া Direct লিংকে ক্লিক করে সরাসরি আবেদন পেজে যেতে পারেন।
- এরপর Apply Now অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনি কোন পদের জন্য আবেদন করতে চান, তার পাশে থাকা Apply অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আবেদন ফর্ম খুলে আসবে, আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে এবং আবেদন স্লিপ ডাউনলোড করে সঙ্গে রাখবেন।
- এখানে কোনও হার্ড কপি বা ডকুমেন্ট পাঠাতে হবে না।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড,
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/মার্কশিট/সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট,
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
- দুই কপি পাসপোর্ট সাইজের ফটো,
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট,
- আবেদন স্লিপ
উপরে উল্লিখিত সমস্ত ডকুমেন্টের অরিজিনাল এবং জেরক্স কপি সঙ্গে করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান যথা সময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে।
চাকরির খবরঃ ফের জেলা আদালতে মাধ্যমিক পাশে Group-D কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৯.০৬.২০২৩ |
আবেদন শুরু | ১৩.০৬.২০২৩ |
আবেদন শেষ | ০৪.০৭.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
WBPDCL Recruitment 2023:-
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ আবেদন করুন (Direct Link) | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 বিমান পরিবহন দপ্তরে বিপুল কর্মী নিয়োগ, সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করুন
🔥 NPCIL-এ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
🔥 ভারতীয় রেলে চলছে একাধিক পদে কর্মী নিয়োগ! আবেদন করতে ক্লিক করুন
🔥 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ