পশ্চিমবঙ্গে ছাপাখানায় মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় কর্মী নিয়োগ! কোন কোন পদে? বেতন কত?

India Government Mint Kolkata Recruitment 2023: সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL), ইন্ডিয়া গভর্মেন্ট মিন্ট (IGM) -এর পক্ষ থেকে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি ছাপাখানায় কর্মী নিয়োগ করা হবে। ভারতের যেকোনো রাজ্যের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে মাধ্যমিক পাশ ও অন্যান্য যোগ্যতায় আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ সহ আরো বিস্তারিত তথ্য নীচে প্রদান করা হয়েছে। সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্ক-গুলি প্রতিবেদনের নিম্নাংশে পেয়ে যাবেন।

Advertisement No.IGMK/HR (Estt.)/Rect./01/2023
নিয়োগকারী সংস্থাSecurity Printing and Minting Corporation of India Limited” (SPMCIL)
পদের নামবিভিন্ন পদ, নীচে বিশদে দেখুন
মোট শূন্যপদবিশদ দেখুন
বেতন (₹)বিশদ দেখুন
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ৭ জুলাই, ২০২৩
স্থানকলকাতা
অফিসিয়াল সাইটwww.igmkolkata.spmcil.com
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

India Government Mint Kolkata Recruitment 2023

১. পদের নাম (Post Name)

এখানে Jr. Technician [(Burnisher) at Level-W-1] পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে সব মিলিয়ে মোট ৬ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনও স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ সহ NCVT/SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ট্রেডে ITI পাশ করে থাকতে হবে।

অথবা, যেকোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পূর্ণ সময়ের Goldsmith ট্রেডে ITI সার্টিফিকেট থাকা চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স ০৭.০৭.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ১৮,৭৮০/- টাকা থেকে ৬৭,৩৯০/- টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলেছে দেখুন

২. পদের নাম (Post Name)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Engraver (Level–B-4) পদে কর্মী নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ২ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Fine Arts (Metal Works) বিষয়ে নূন্যতম ৫৫% নম্বর নিয়ে স্নাতক পাশ করার প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স ০৭.০৭.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৩,৯১০/- টাকা থেকে ৮৫,৫৭০/- টাকা বেতন দেওয়া হবে।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ, মিলবে মোটা বেতনও

৩. পদের নাম (Post Name)

এখানে Supervisor [(OL) Level-A-1] পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এই পদে মোট ১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি/ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীরা এই পদে আবেদনের যোগ্য। তবে হিন্দি থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেশনের এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

আবেদনকারী প্রার্থীর বয়স ০৭.০৭.২০২৩ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

বেতন (Salary)

এই পদে নির্বাচিত প্রার্থীকে প্রতিমাসে ২৭,৬০০/- টাকা থেকে ৯৫,৯১০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

  • ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য এই প্রতিবেদনের নীচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি ইত্যাদি তথ্য লিখতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর ইমেইল এবং SMS -এর মাধ্যমে Registration Number এবং Password পাবেন।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে।
  • এরপর আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
  • সবশেষে সাবমিট করলে আপনার আবেদন সম্পন্ন হবে।

বিঃদ্রঃ – মোবাইল দিয়ে আবেদন করতে হলে মোবাইল Rotate করে নেবেন।

আবেদন ফি (Application fee)

সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ৬০০/- টাকা + GST এবং SC/ST/PWD জাতিভুক্ত প্রার্থীদের ২০০/- টাকা + GST আবেদন ফি জমা করতে হবে। Debit Cards, Credit Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets ব্যবহার করে অনলাইনে আবেদন ফি জমা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নেওয়া হবে।

Jr. Technician [(Burnisher) at Level-W-1] পদের পরীক্ষার সিলেবাস

Engraver (Level–B-4) পদের পরীক্ষার সিলেবাস

Supervisor [(OL) Level-A-1] পদের পরীক্ষার সিলেবাস

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত০৭.০৬.২০২৩
আবেদন শুরু০৮.০৬.২০২৩
আবেদন শেষ০৭.০৭.২০২৩
অনলাইন পরীক্ষা (সম্ভাব্য)আগস্ট, ২০২৩ – সেপ্টেম্বর, ২০২৩ 

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
✅ আবেদন করুনApply Now
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
MORE JOB UPDATECLICK HERE

👉 ফের জেলা আদালতে মাধ্যমিক পাশে Group-D কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে মিলবে চাকরি

👉 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে কর্মী নিয়োগ

👉 ভারতীয় রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, ITI পাশ করে থাকলে আবেদনের যোগ্য

👉 NPCIL-এ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin