ভারত সরকারের স্কিল ইন্ডিয়া (Skill India) -র মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হবে। সেই মর্মে স্কিল ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু প্রশিক্ষণ প্রদান করা হবে তা নয়, প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ডও প্রদান করা হবে প্রার্থীদের। এই প্রশিক্ষণ ভারতীয় রেলের দ্বারা দেওয়া হবে। এখানে প্রশিক্ষণ সম্পূর্ন করার পর আপনি ভারতীয় রেলে চাকরির জন্য অগ্রাধিকার পাবেন। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার আগে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক ভাতা, সহ যাবতীয় বিস্তারিত তথ্য জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
Advertisement No. | RRC/WR/01/02023 |
নিয়োগকারী সংস্থা | Skill India |
প্রশিক্ষণের নাম | Apprenticeship |
মোট শূন্যপদ | ৩৬২৪ টি। |
স্টাইপেন্ড (₹) | বিশদ দেখুন |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬ জুলাই, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.rrc-wr.com |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | ফলো করুন |
RRC Apprentice Recruitment 2023
প্রশিক্ষণের নাম (Training Name)
- অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)
মোট শূন্যপদ (Total Vacancy)
এই পদে মোট ৩,৬২৪ টি শূন্যপদ রয়েছে। (UR – ১৪৮৭ টি, SC – ৫৩২ টি, ST – ২৬৬ টি, OBC – ৯৮১ টি, EWS – ৩৫৮ টি)
এখানে বিভিন্ন ট্রেডে নিয়োগ করা হবে। যেসব ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে সেগুলি হলো – Fitter, Welder, Turner, Mechanic, Carpenter, Painter, Programming & System Administration Assistant, Electrician, Wireman, Electronics Mechanic, Mechanic Refrigerator & AC, Pipe Fitter, Plumber, Draftsman, Stenographer.
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি NCVT/SCVT স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ, আপনি যে ট্রেডে প্রশিক্ষণের জন্য আবেদন করবেন সেই ট্রেডের ওপর ITI কোর্স করে থাকতে হবে। যার তালিকা নীচে দেওয়া হলো –

বয়সসীমা (Age Limit)
এখানে প্রশিক্ষণের জন্য আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসেব করা হবে ২৬.০৭.২০২৩ তারিখ অনুযায়ী। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
স্টাইপেন্ড (Stipend)
এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে প্রশিক্ষণ চলাকালীন নির্বাচিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণ সম্পূর্ন হওয়ার পরে কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হবে প্রার্থীদের। যা ভবিষ্যতে ভারতীয় রেলে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
চাকরির খবরঃ রাজ্যের IIT খড়গপুরে নন-টিচিং স্টাফ নিয়োগ! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীকে www.rrc-wr.com ওয়েবসাইটে যেতে হবে। এখানে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আবেদন করার সম্পূর্ন পদ্ধতি জানিয়ে দেওয়া হবে আমাদের এই ওয়েবসাইটে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট,
- বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট,
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে),
- নিজের পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার।
প্রশিক্ষণের সময়সীমা (Training Period)
এখানে ১ বছরের প্রশিক্ষণ প্রদান করা হবে।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদন ফি (Application fee)
সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে। এবং SC/ST/ PWD/ Women প্রার্থীদের কোনো আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি অনলাইনের মাধ্যমে ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ অ্যাকাউন্ট মাধ্যমে পেমেন্ট করতে হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২১.০৬.২০২৩ |
আবেদন শুরু | ২৭.০৬.২০২৩ |
আবেদন শেষ | ২৬.০৭.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি (Important Links)
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
✅ আবেদন করুন | Apply Now |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 ৬৩২৯ টি শূন্যপদে টিচিং ও নন-টিচিং পদে চাকরির সুযোগ
🔥 মাধ্যমিক পাশে ITBP-তে কনস্টেবল নিয়োগ, ৪৫৮ টি শূন্যপদ রয়েছে
🔥 জেলা শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন।