আমাদের দেশে প্রায় সবাই ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করেন। এর ফলে মাঝে মাঝেই Tatkal Train Ticket অর্থাৎ তাৎক্ষণিক ট্রেন টিকিটের দরকার পড়ে। আমাদের দেশে প্রধানত দুই প্রকারের ট্রেন টিকিট পাওয়া যায়। একটি হল জেনারেল টিকিট ও অপরটি হল তৎকাল টিকিট। তবে দূরপাল্লার ট্রেনগুলির ক্ষেত্রে তৎকাল টিকিটের দরকার পড়ে। তাই জেনারেল টিকিটের তুলনায় তৎকাল টিকিট কাটা অর্থাৎ বুকিং -এর ক্ষেত্রে নিয়ম একটু আলাদা হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া এই তৎকাল টিকিট কাটার পদ্ধতি সম্পর্কে।
টিকিট কাটার এই সমস্ত নিয়ম এবং পদ্ধতি না জানার কারণে অধিকাংশ মানুষকে দালালের মাধ্যমে তৎকাল টিকিট ন্যায্য মূল্যের থেকে বেশি মূল্যে টিকিট ক্রয় করতে হয়। অনেক সময় তারা নিজেদের পছন্দের মতো সিট পান না। তাই আমরা আজকের এই প্রতিবেদনে বলবো কিভাবে দালাল ছাড়াই সঠিক পদ্ধতিতে টিকিট করবেন।
Tatkal Train Ticket Booking করার সহজ পদ্ধতি
১) এক্ষেত্রে আপনাকে অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে হবে।
২) প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে রেলের অফিসিয়াল অ্যাপ IRCTC Rail Connect App ডাউনলোড অর্থাৎ ইনস্টল করতে হবে।
৩) এরপর এই অ্যাপটি ওপেন করে Register করতে হবে।
৪) এরপর আপনাকে My Account অপশনে গিয়ে নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেইল আইডি দিতে হবে।
৫) এরপর আপনার নিজের ঠিকানা সঠিকভাবে লিখতে হবে।
৬) এরপর আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড লিখে অ্যাপের মধ্যে লগইন করতে হবে। লগইন করার সময় আপনার মোবাইল নম্বর এবং ইমেইল আইডিতে OTP আসবে, সেটি সঠিকভাবে লিখতে হবে।
৭) এরপর আপনাকে mPIN বানিয়ে নিতে হবে, ফলে প্রত্যেকবার লগইন করার ক্ষেত্রে পাসওয়ার্ড দিতে হবে না।
৮) এরপর আপনাকে My Account অপশনে ক্লিক করে My Master List এ গিয়ে Add Passenger অপশনে ক্লিক করতে হবে।
৯) এরপর যাত্রীর সমস্ত তথ্য প্রদান করতে হবে। যেমন, যাত্রীর নাম, জন্ম তারিখ এবং যাত্রাকালীন আমিষ না নিরামিষ কোন ধরনের খাবার খাবেন, সমস্ত তথ্য প্রদান করতে হবে।
১০) সমস্ত তথ্য দেওয়ার পর Plan My Journey অপশনে ক্লিক করতে হবে।
১১) এরপর From অপশনে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন এবং To তে আপনার গন্তব্য স্থান লিখতে হবে।
১২) এরপর Quota অপশনের মধ্যে অন্তর্গত Tatkal Ticket এবং তারিখ সিলেক্ট করতে হবে।
১৩) এরপর আপনাকে Search অপশনে লিখতে হবে আপনি কোন ট্রেনে যেতে চাইছেন। এই কথাটি মনে রাখবেন সবুজ অক্ষরের AVL মানে Available ট্রেনই সিলেক্ট করতে হবে।
১৪) এরপর আপনাকে Passenger Details -এ গিয়ে Add Existing অপশনে ক্লিক করতে হবে।
১৫) আপনি আগে যে কয়জন যাত্রীর নাম লিখে রেখেছিলেন এরই সাথে আপনাকে নিজের গন্তব্যের ঠিকানা লিখতে হবে।
১৬) এরপর আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করে Proceed To Pay অপশনে ক্লিক করতে হবে।
১৭) পেমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।
১৮) এরপর Ticket Download অপশনে ক্লিক করে নিজের মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড করে নিতে পারেন।
মনে রাখবেন : Tatkal Train Ticket বাতিল (Cancel) করলে কোনো রিফান্ড অর্থাৎ ফেরার দেওয়া হয় না। যদি আপনি এসি টিকিট বুক করতে চান তবে আপনাকে সকাল ১০ টা এবং নন-এসি বুক করতে চান তবে সকাল ১১ টা থেকে বুকিং করা যাবে
LIC PAN Link – ঘরে বসে করে নিন নিজের এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক, না করলে বাতিল হবে পলিসি।
আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। আমাদের পেজটিকে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 বন্ধন ব্যাঙ্কে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
📌 PAN Aadhaar Link করানো যাচ্ছে না কিছুতেই! এর উপায় জেনে নিন