বন্ধন ব্যাঙ্কে নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন | Bandhan Bank Recruitment 2023

বন্ধন ব্যাঙ্কের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম

  • Back Officer Executive

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে। এছাড়াও উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

বাংলা সহায়তা কেন্দ্রে ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ২০.০৩.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন

নিযুক্ত প্রার্থীকে প্রতি মাসে বেতন ১৪,৭০০ টাকা থেকে ২৮,২৬০ টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের সরাসরি HR -এর সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে হবে। এছাড়াও National Career Service (NCS) -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

৩১.০৩.২০২৩

HR Contact Details

  • HR Rakhi
  • Mobile No- 9123083343
  • Email-  hr.rakhi.das001@gmail.com

Official Notification: Download Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

📌 রাজ্যে Webel -এ 583 টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন

📌 ১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন | GAIL Recruitment 2023

📌 PAN Aadhaar Link করানো যাচ্ছে না কিছুতেই! এর উপায় জেনে নিন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

JoinJoin