Aadhaar DOB Limit Cross Solution – আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

Aadhaar DOB Limit Cross Solution : আপনিও কি আপনার আধার কার্ডে জন্ম তারিখ সংশোধন করতে চান কিন্তু DOB Update Limit শেষ হয়ে গেছে? তবে চিন্তার করার কোনো দরকার নেই। আজকের এই প্রতিবেদনে আপনার এই সমস্যার সমাধান নিয়ে InfoNet Bangla হাজির হয়েছে। চলুন তাহলে জেনে নিন Aadhaar DOB Limit Cross Solution সম্পর্কে বিস্তারিত পদ্ধতি।

আপনাকে বলে রাখি যে, Aadhaar DOB Limit Cross Solution -এর জন্য আপনাকে আপনার কাছে সঠিক জন্ম তারিখ প্রমাণিত করার জন্য একটি ডকুমেন্টের প্রয়োজন হবে। পাশাপাশি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদি আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে, তাহলে নিচের লিঙ্কে ক্লিক করে মোবাইল নম্বর লিঙ্ক করে নিন –

আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কিভাবে? জানুন সহজ উপায়

Aadhaar DOB Limit Cross Solution কি আছে দেখে নিন?

আপনি নিচের প্রথম স্টেপ থেকে দেখে নিতে পারবেন যে আপনার আধার কার্ডে DOB Update Limit Cross হয়েছে কিনা এবং দ্বিতীয় স্টেপ থেকে জানতে পারবেন Aadhaar DOB Limit Cross Solution এর সম্পর্কে।

স্টেপ 1 – আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার জন্য লিমিট চেক করুন

  • Aadhaar Card এ জন্ম তারিখ আপডেট করার লিমিট চেক করার জন্য আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ এর হোম পেজে যেতে হবে।
  • এরপর আপনাকে Login অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে আপনার আধার নম্বর লিখে পোর্টালে লগইন করতে হবে।
  • লগইন করার পর পোর্টালের ড্যাশবোর্ড খুলে আসবে। এখানে আপনাকে Name/Gender/Date of Birth & Address Update অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে Online Update Services অপশনে ক্লিক করতে হবে।
  • পরবর্তী পেজে দেখেতে পাবেন আপনার আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট আছে কিনা। যদি লিমিট ক্রস হয়ে যায়, তবে নিচের স্টেপ ফলো করুন।

স্টেপ 2 – Aadhaar DOB Limit Cross Solution দেখে নিন

  • যদি আপনার আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট ক্রস হয়ে যায়, তবে আপনাকে সবার প্রথমে Gmail অথবা Email box খুলতে হবে।
  • এরপর আপনাকে Compose অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নীচে দেওয়া ফরম্যাট অনুযায়ী ইমেইলের Compose email এ লিখতে হবে –
To,

The Unique Identification Department Of India (UIDAI) Help Team

Subject: Please Solved Aadhar Card DBO Limit Cross Problem

Dates: ………………

I am ………..Name…………..Parament Residence of > ……Full Address………… My Aadhar Card DOB Limit Cross by Mistake. I need to Update my Aadhar card DOB. Please Update my Aadhar Card DOB as Soon Possible.

May all the Attach Documents below:-

1. Aadhar card Copy
2. Original Birth Certificate Copy
3. Aadhar Limit Cross Self Declaration Form with Self Attested
4. Aadhar DOB Update Enrollment Slip
  • Subject লিখতে হবে Aadhaar Card DOB Limit Cross Problem While Updating Aadhaar Card
  • এরপর সঠিক জন্ম তারিখ প্রমাণিত করার জন্য একটি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে।
  • এরপর help@uidai.gov.in এ পাঠিয়ে দিতে হবে।

এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

এছাড়া আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন এবং আপনার সমস্যার কথা বলুন।

আধার হেল্পলাইন নম্বর – 1947

এই নিয়ে আপনাদের মতামত নীচে কমেন্ট করে জানাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবপোর্টালটি ফলো করতে ভুলবেন না।

Join Our Telegram ChannelJoin Now
Join Our WhatsApp GroupJoin Now

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin