LIC PAN Link – ঘরে বসে করে নিন নিজের এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক, না করলে বাতিল হবে পলিসি।

Updated on:
LIC PAN Link

দেশের বেশির ভাগ মানুষেরই এলআইসিতে পলিসি রয়েছে। যদি আপনারও এলআইসির কোনো পলিসি থাকে, তাহলে আপনার পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। ভারতীয় জীবন বীমা নিগম (LIC) পক্ষ থেকে LIC PAN Link করার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে।

- Advertisement -

যারা এখনও পর্যন্ত LIC PAN Link করেননি, তবে এখুনি লিঙ্ক করে নিন। ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করতে হবে।

পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার আগে দেখে নিতে হবে যে, LIC PAN Link আগে থেকে হয়ে আছে কিনা।

- Advertisement -

LIC PAN Link আছে কিনা চেক করবেন কিভাবে?

১) প্রথমে আপনাকে এই লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/getPolicyPANStatus যেতে হবে।

- Advertisement -

২) তারপর আপনার Policy Number লিখতে হবে।

৪) তারপরে জন্ম তারিখ, প্যান নম্বর, ক্যাপচা কোড লিখতে হবে।

৫) তারপর Submit বোতামে ক্লিক করলে দেখতে পাবেন আপনার পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক আছে কিনা। যদি লিঙ্ক না থাকে তবে নিচের দিকে থাকা Click here to register your PAN with us এই বোতামে ক্লিক করতে হবে অথবা নিচের স্টেপগুলো ফলো করুন –

PAN Aadhar Link Status Check: প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা? চেক করুন খুব সহজে

LIC PAN Link কিভাবে করবেন?

১) প্রথমে এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট https://linkpan.licindia.in/UIDSeedingWebApp/home -এ যেতে হবে।

২) তারপর প্যান কার্ডের তথ্য অনুযায়ী জন্ম তারিখ (DOB) লিখতে হবে।

৩) তারপর ইমেইল আইডি, PAN নম্বর লিখতে হবে।

৪) প্যান কার্ড অনুযায়ী নিজের পুরো নাম লিখতে হবে।

৫) মোবাইল নম্বর, পলিসি নম্বর লিখে ক্যাপচা কোড লিখে Send OTP অপশনে ক্লিক করতে হবে।

৬) সবশেষে, OTP ভেরিফাই করলে আপনার পলিসির সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা সমন্ন হবে।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কিনা? চেক করুন খুব সহজে

আধার কার্ডে জন্ম তারিখ আপডেট করার লিমিট পেরিয়ে গেছে? মাত্র 24 ঘণ্টায় আপডেট হবে DOB

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Share.
           facebook [#ffffff] Created with Sketch.            
I'm a professional blogger. Here on infonetbangla.in I write about Sarkari Yojana, News, Job, Technology, Banking & Finance. Read More...
For Feedback - contact.infonetbangla@gmail.com

Leave a Comment

JoinJoin
Notification Powered by inbPush