PAN Aadhaar Link করানো যাচ্ছে না কিছুতেই! এর উপায় জেনে নিন

প্যান আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। আয়কর দপ্তরের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ জানিয়েছিল ৩১ মার্চ ২০২৩ তারিখ, কিন্তু এখন তা বাড়িয়ে ৩০ জুন ২০২৩ তারিখ করা হয়েছে। এই নিয়ে মোট পাঁচবার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হয়েছে। তাই ৩০ জুনের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড করে ফেলতে হবে। যদি দুই নথি লিঙ্ক না করেন, তাহলে ১ জুলাই ২০২৩ থেকে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। ফলে নানান রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। কিন্তু অনেকেই হয়তো এমন সমস্যার সম্মুখীন হয়েছেন, যেখানে PAN Aadhaar Link করার সময় লিঙ্ক করা সম্ভবই হচ্ছে না।

এমন সমস্যার বেশ কিছু কারণ থাকতে পারে। সেগুলি এক নজরে দেখে নেওয়া যাক।

বিরাট বড় ঘোষণা! ফের প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো হলো, কত দিন বাড়লো দেখুন

এমন সমস্যার কারণগুলি কি দেখে নিন

  • প্যান কার্ডে কোনো নাগরিকের নাম ও পদবীর বানান, জন্ম তারিখ, জেন্ডার ইত্যাদি উল্লেখ থাকা তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্য মিলছে না। এরফলেও সমস্যা হতে পারে।
  • আধার কার্ডের নম্বর ভুল উল্লেখ করা হলেও এই সমস্যা হতে পারে।

আধার নিয়ে বড় ঘোষণা UIDAI-র! এবার আধার কার্ড আপডেট করুন সম্পূর্ন বিনামূল্যে, দিতে হবে না টাকা

এমন পরিস্থিতিতে কি করবেন?

প্যান কার্ডে উল্লেখ থাকা তথ্যের সঙ্গে আধার কার্ডের তথ্য মিলছে না। তাহলে এমন পরিস্থিতিতে আপনাকে আপনার প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য সংশোধন করতে হবে।

আধার কার্ড সংশোধন করার প্রয়োজন

আধার কার্ড সংশোধন করার জন্য আপনি অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন। অথবা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে করতে পারেন। যদি আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজের আধার কার্ড সংশোধন করতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন। 👇

এখন বাড়িতে বসে আধার কার্ড সংশোধন করুন। আধার সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই।

প্যান কার্ড সংশোধন করার প্রয়োজন

প্যান কার্ড আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন অথবা আপনার নিকটবর্তী অনলাইন সেবা কেন্দ্রে গিয়ে সংশোধন করতে পারবেন। যদি আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে নিজের প্যান কার্ড সংশোধন করতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন। 👇

এখন বাড়িতে বসে প্যান কার্ড সংশোধন করতে পারবেন, মাত্র কয়েকটি স্টেপ অনুসরণ করে

মনে রাখবেন, এই দুটি নথির মধ্যে আপনার যে নথিটি সংশোধন করার প্রয়োজন সেটি সংশোধন করতে হবে।

FAQs – PAN Aadhaar Link

Why my PAN-Aadhaar link is not working?

Taxpayers should ensure that the date of birth and gender in PAN and Aadhaar are exactly same. In a rare case where Aadhaar name is completely different from name in PAN, then the linking will fail and taxpayer will be prompted to change the name in either Aadhaar or in PAN database.

What is the last date for PAN Aadhaar Link 2023?

The last date for linking Aadhaar with PAN is 30 June 2023. PAN will become inoperative from 1st July 2023 if it is not linked with Aadhaar.

How to Link PAN card with Aadhar card through sms?

Another way of linking PAN with Aadhaar is by sending SMS to 567678 or 56161 with registered mobile number. In order to do so, you need to type UIDPAN(12-digit Aadhaar)(10-digit PAN) and send it.

📌 প্যান কার্ডে আধার লিঙ্ক আছে কিনা জানবেন কিভাবে?

📌 পোস্ট অফিসের এই স্কিমে 5 বছরে টাকা দ্বিগুণ পাবেন, শেষ সুযোগ হাতছাড়া করবেন না।

📌 [Track] Find Lost Mobile Phone: আপনার হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে দেবে সরকার! জানুন কিভাবে

📌 LIC Policy আছে আপনার? এই কাজ না করলে এক টাকাও পাবেন না, সব টাকা জলে

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin