চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। গতকাল ১৫ মার্চ, ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মোট ২৯২২ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় প্রার্থীরা এখানে আবেদন করতে হবে। শূন্যপদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়ুন।
Bangla Sahayata Kendra Recruitment 2023
Advertisement No. – 21 -PAR (BSK) /BSK-57/ 2022
পদের নাম
ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
মোট শূন্যপদ
মোট শূন্যপদের সংখ্যা হলো – ২৯২২ টি
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে এবং MS Word ও MS Excel -এ ভালো জ্ঞান থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের হিসাব করতে হবে ১৫.০৩.২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন
নিযুক্ত প্রার্থীকে রাজ্যে সরকারের নিয়ম অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।
এক্সিস ব্যাঙ্কে শতাধিক শূন্য পদে নিয়োগ, প্রতিমাসে বেতন 14 হাজার টাকা
Bangla Sahayata Kendra Recruitment Online Apply 2023
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা Webel Technology Limited (WTL) -এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর CAREER অপশনে ক্লিক করে Current Opening অপশনে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীর নাম, জন্ম তারিখ, জেন্ডার, মোবাইল নম্বর, ইমেইল আইডি, ঠিকানার এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ লিখতে হবে।
Note: এখনও পর্যন্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, আবেদন শুরু হলে আপডেট দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- আধার কার্ড / ভোটার কার্ড
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- কম্পিউটার সার্টিফিকেট
আবেদনের শেষ তারিখ
এখানে আবেদন করার শুরু এবং শেষ তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।
Bangla Sahayata Kendra Recruitment Selection Process 2023
নিয়োগ প্রক্রিয়া
প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
পাঠ্যক্রম
- মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
- ২ নম্বরের মোট ৫০ টি প্রশ্ন থাকবে।
- ৯০ মিনিটের পরীক্ষা হবে।
- উচ্চমাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে।
- প্রশ্নের সাবজেক্ট: General Knowledge/ Arithmetic/ Quantitative Aptitude/ General English/ Current Affairs
- নেগেটিভ মার্ক রয়েছে অর্থাৎ প্রতি ৩টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।
Important Links
Official Notification: Download PDF
Application Website Link: Apply Now
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
📌 ১২০ টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন | GAIL Recruitment 2023
📌 ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে 110 শূন্যপদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 40,000 টাকা
📌 বাঁকুড়া জেলায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন এক্ষুনি | CMOH Bankura Recruitment 2023
📌রাজ্যে Webel -এ 583 টি শূন্যপদে কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করুন