Reliance Scholarship: রিলায়েন্স স্কলারশিপে আবেদন করুন এবং পেয়ে যান ৬ লক্ষ টাকা

Reliance Scholarship: পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত খবর রয়েছে। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের উন্নতির কথা মাথায় রেখে রিলায়েন্স ফাউন্ডেশন কর্তৃক এমন এক স্কলারশিপ কার্যকর করা হয়েছে। রিলায়েন্স ফাউন্ডেশনের এই কার্যকরী স্কলারশিপটি বর্তমানে ছাত্র সমাজে রিলায়েন্স স্কলারশিপ (Reliance Scholarship) নামে বিশেষ ভাবে পরিচিত। ছাত্র-ছাত্রীরা আগামী দিনে এই স্কলারশিপে প্রতি বছরে ২ লক্ষ টাকা থেকে ৬ লক্ষ পর্যন্ত পেয়ে যাবেন।

ইতিমধ্যেই রিলায়েন্স ফাউন্ডেশন, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। আর তারপরেই এই স্কলারশিপটি নিয়ে  নানান প্রশ্ন দেখা দিয়েছে ছাত্র-ছাত্রীদের মধ্যে। আর তাই আজকের প্রতিবেদনে আমরা রিলায়েন্স স্কলারশিপে কারা আবেদন জানাতে পারবেন,  আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা কি কি, আবেদনের ক্ষেত্রে কি কি নথিপত্র প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক এর বিস্তারিত খুঁটিনাটি তথ্য। 

Aadhaar-PAN Card-DL হারানো, ভাঙার ঝামেলা শেষ! Digilocker এ সেভ করে রাখুন সমস্ত ডকুমেন্টস

1: Reliance Foundation Undergraduate Scholarships 2022-23

Reliance Foundation Undergraduate Scholarships 2022-23: স্নাতক স্তরের জন্য এই স্কলারশিপটি –

প্রয়োজনীয় যোগ্যতা

  • ছাত্র-ছাত্রীদের অবশ্যই একটি স্বীকৃত ভারতীয় ইনস্টিটিউট থেকে যেকোনো স্ট্রিমে স্নাতক স্তরে প্রথম বর্ষে পড়াশোনা করছেন তারা কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন।
  • আবেদনকারী ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক স্তরে ন্যূনতম ৬০% নম্বরসহ রেজাল্ট থাকতে হবে।
  • শুধুমাত্র ভারতে বসবাসকারী যেকোনো ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
  • ছাত্র-ছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ১৫ লক্ষ টাকার কম হলেই তবেই তারা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়া যাদের পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা বা তার কম তারা এই স্কলারশিপের জন্য অগ্রাধিকার পাবেন।

প্রয়োজনীয় নথি

  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো,
  • স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র,
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশীট,
  • পরিবারের বার্ষিক আয় সার্টিফিকেট,
  • স্টুডেন্ট আইডি কার্ড,
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

এই স্কলারশিপের অধীনে কত টাকা অনুদান পাওয়া যায়?

রিলায়েন্স ফাউন্ডেশন আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপের অধীনে স্নাতক স্তরের ছাত্র-ছাত্রীরা ২ লক্ষ টাকার অনুদান পাবেন। এক্ষেত্রে স্নাতক স্তরে অধ্যয়নরত ৫ হাজার জন ছাত্র-ছাত্রীকে বাছাই করে প্রতি বছর এই অনুদান দেওয়া হবে।

2: Reliance Foundation Postgraduate Scholarships 2022-23

Reliance Foundation Postgraduate Scholarships 2022-23 স্নাতকোত্তর স্তরের জন্য এই স্কলারশিপটি –

প্রয়োজনীয় যোগ্যতা

  • নিম্নলিখিত স্ট্রিমগুলিতে স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষে পড়াশোনা করছেন তারা কেবলমাত্র এই স্কলারশিপের অধীনে আবেদন জানাতে পারবেন-
  • কম্পিউটার সায়েন্স,
  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
  • ম্যাথমেটিক্স অ্যান্ড কম্পিউটিং,
  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং,

  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং,
  • রিনিউয়েবেল অ্যান্ড নিউ এনার্জি,
  • ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
  • লাইফ সায়েন্স,
  • শুধুমাত্র ভারতে বসবাসকারী যেকোনো স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন,
  • স্নাতকোত্তর স্তরে পাঠরত যেসমস্ত ছাত্র-ছাত্রীদের GATE পরীক্ষায় ৫০০ থেকে ১০০০ এর মধ্যে নম্বর রয়েছে অথবা স্নাতক স্তরের পরীক্ষায় CGPA তে ৭.৫ বা তার বেশি স্কোর রয়েছে তারাই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।

প্রয়োজনীয় নথি

  • পাসপোর্ট সাইজের ফটো,
  • স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র,
  • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশীট,
  • GATE পরীক্ষার মার্কশিট। (যদি প্রযোজ্য হয়),
  • স্নাতক ডিগ্রির ট্রান্সক্রিপ্ট/মার্কশিট,
  • স্টুডেন্ট আইডি কার্ড,
  • দুটি প্রবন্ধ:- ব্যক্তিগত বিবৃতি এবং উদ্দেশ্য সম্পর্কিত বিবৃতি,
  • দুটি রেফারেন্স লেটার: একটি অ্যাকাডেমিক এবং একটি ক্যারেক্টার বিষয়ক,
  • পূর্বে কোথাও কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র/ইন্টার্নশিপের সার্টিফিকেট/জয়েনিং লেটার,
  • প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

এই স্কলারশিপের অধীনে কত টাকা অনুদান পাওয়া যায়?

রিলায়েন্স ফাউন্ডেশন পোস্ট-গ্র্যাজুয়েট স্কলারশিপের অধীনে স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা ৬ লক্ষ টাকার অনুদান পাবেন। এক্ষেত্রে স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ১০০ জন ছাত্র-ছাত্রীদের প্রতি বছর এই অনুদান দেওয়া হবে।

Phillips Scholarship 2023 – আবেদন করুন ফিলিপস স্কলারশিপে এবং ৫০,০০০ টাকা পেয়ে যান। দেখুন কিভাবে আবেদন করবেন?

Reliance Scholarship – আবেদনের পদ্ধতি

  • স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে আপনাকে buddy4study -এর অফিসের ওয়েবসাইটে আসতে হবে, (ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে) 
  • এরপর আপনার সামনে স্কলারশিপ সংক্রান্ত সমস্ত তথ্য চলে আসবে,
  • এরপর আপনার যোগ্যতা অনুসারে উপরোক্ত স্কলারশিপ দুটির মধ্যে যেকোনো একটিকে বাছাই করুন,
  • এরপর আপনার সামনে নতুন একটি পেজ খুলে আসবে,
  • পরবর্তী পেজে  নিচের দিকে থাকা Apply Now অপশনে ক্লিক করুন,
  • এরপর আপনাকে গুগল একাউন্ট,  মোবাইল নাম্বার বা ইমেইল আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করুন,

  • রেজিস্ট্রেশন প্রিয়াটি সম্পন্ন করার পর আপনার সামনে স্কলারশিপ সংক্রান্ত একটা নতুন পেজ খুলে আসবে,
  •  যেখানে আপনি অনেকগুলি প্রশ্ন দেখতে পাবেন। পরবর্তীতে সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হবে,
  • এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার পর আপনি যদি রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপের আবেদনের যোগ্য হয়ে থাকেন, তবে আপনাকে ইমেইল পাঠানো হবে। সেই ইমেইলে থাকা ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন প্রক্রিয়াটি সম্পন্ন করুন,
  • এরপর আপনার সামনে স্কলারশিপ আবেদনের জন্য ফর্মটি চলে আসবে,
  • ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফর্মটি সাবমিট করুন। 

Reliance Scholarship – আবেদনের সময়সীমা

স্নাতক স্তর এবং স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত এই স্কলারশিপের অধীনে জানাতে পারবেন।

আরও পড়ুন – রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ, বেতন কত?

Important Links

Official WebsiteClick Here
Join Our Telegram ChannelJoin Now
Join Our WhatsApp GroupJoin Now

Kotak Kanya Scholarship 2023: ১.৫ লক্ষ টাকা করে পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে, কিভাবে আবেদন করবেন?

LIC PAN Link – ঘরে বসে করে নিন নিজের এলআইসি পলিসির সঙ্গে প্যান লিঙ্ক, না করলে বাতিল হবে পলিসি।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin