Phillips Scholarship 2023 – আবেদন করুন ফিলিপস স্কলারশিপে এবং ৫০,০০০ টাকা পেয়ে যান। দেখুন কিভাবে আবেদন করবেন?

পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সাহায্য করার জন্য ফিলিপস-এর তরফ একটি বিশেষ স্কলারশিপ চালু করা হয়েছে। এই স্কলারশিপ সারা ভারতে ফিলিপস স্কলারশিপ (Phillips Scholarship) নামে পরিচিত। আর এক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পড়াশোনা খরচ মেটাতে পাবেন ৫০,০০০ টাকা। তাই আজ আমরা এই প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে হাজির হলাম। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই স্কলারশিপের সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য।

ফিলিপস স্কলারশিপ – যোগ্যতা

  • MBBS, BDS, Nursing, B.Pharm, BAMS, BHMS বা যেকোনো স্বাস্থ্যসেবা সম্পর্কিত কোর্স (যে কোনো বছর) এর মতো কোর্স অনুসরণকারী ছাত্র-ছাত্রীরা যোগ্য।
  • এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীদের উচ্চ মাধ্যমিক স্তরে ৭০% নম্বরসহ রেজাল্ট থাকতে হবে।
  • এর পাশাপাশি আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় অবশ্যই ৬,০০,০০০ টাকা বা তার কম হতে হবে।
  • Philips & Buddy4Study-এর কর্মচারীদের সন্তানরা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
  • সারা ভারত থেকে ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফিলিপস স্কলারশিপ – অনুদানের পরিমাণ

ফিলিপ্স স্কলারশিপ প্রোগ্রামের অধীনে ছাত্র-ছাত্রীরা ৫০,০০০ টাকা পর্যন্ত অনুদান পেয়ে থাকেন। 

ফিলিপস স্কলারশিপ – আবেদন প্রক্রিয়া

  • ফিলিপস স্কলারশিপ (Phillips Scholarship) প্রোগ্রামের অধীনে আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • প্রথমে Philips Scholarship Program 2022-23 -এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.buddy4study.com/page/philips-scholarship-program) আসতে হবে,
  • এরপর “Apply Now”  অপশনে ক্লিক করুন,
  • যদি রেজিস্ট্রেশন করা  না থাকে তাহলে আপনাকে আপনার ইমেল/ মোবাইল/ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Registration করতে হবে,
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদন ফর্মটি খুলে আসবে,
  • এই ফর্মটি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে,
  • এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে,
  • সবশেষে আপনাকে Submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

ফিলিপস স্কলারশিপ – প্রয়োজনীয় ডকুমেন্টস

Kotak Kanya Scholarship 2023: ১.৫ লক্ষ টাকা করে পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে, কিভাবে আবেদন করবেন?

Important Links

✅ Official Website✅ ক্লিক করুন
✅ আমাদের Telegram চ্যানেলে যুক্ত হন✅ যুক্ত হন
✅ আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন✅ যুক্ত হন

মোবাইল নম্বর ছাড়া আধার কার্ড ডাউনলোড করার নতুন উপায় জেনে নিন

ঘরের ফাইনাল লিস্ট 2023, কাদের নাম বাতিল দেখুন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin