Kotak Kanya Scholarship 2023: ১.৫ লক্ষ টাকা করে পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে, কিভাবে আবেদন করবেন?

Kotak Kanya Scholarship 2023 | Kotak Kanya Scholarship 2023 Online Apply | কোটাক কন্যা স্কলারশিপ ২০২৩ | Kotak Kanya Scholarship 2023 Apply Online

পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ খবর। নতুন প্রজন্ম অর্থাৎ শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের ভালোভাবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলা আমাদের দায়িত্ব। কিন্তু তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশের দরিদ্র মানুষ সঠিকভাবে নিজেদের খাওয়ানোর জন্য লড়াই করে। সেখানে ভালো করে লেখাপড়া করার চিন্তা তাদের কাছে শুধুই স্বপ্ন। তাই এই সব পরিবারের মেয়েরা একটু বড় হয়ে এখানে-সেখানে কাজ শুরু করে। শৈশব বলতে তাদের আর কিছু নেই। তাই তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়।

সেই সব শিক্ষার্থী যাতে ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে জন্য প্রতি বছর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এখন একটি বেসরকারি সংস্থা রাজ্যের মহিলা শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত স্কলারশিপের ব্যবস্থা করেছে। এই স্কলারশিপ হল কোটক কন্যা স্কলারশিপ (Kotak Kanya Scholarship)। এই  স্কলারশিপে রাজ্যের উচ্চ মাধ্যমিক পাস বা কলেজ পাস মেয়েদের ১ লাখ ৫০ হাজার টাকা বৃত্তি দেওয়া হচ্ছে। এর জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আবেদন পদ্ধতি পর্যন্ত সবকিছু নিচে আলোচনা করা হয়েছে।

আমরা আপনাকে জানিয়ে রাখি যে, এই স্কলারশিপটি কোটাক মাহিন্দ্রা গ্রুপ অফ কোম্পানি (Kotak Mahindra Group of Company) প্রদান করে থাকে। সাধারণত এই স্কলারশিপগুলি এমন মহিলা ছাত্রীদের দেওয়া হয় যারা ভালো রেজাল্টের সাথে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং যারা ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী।

ঘরের ফাইনাল লিস্ট 2023, কাদের নাম বাতিল দেখুন | PM Awas Yojana Final List 2023 | WB Awas Plus New List

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৩: যোগ্যতা

  • ভারত জুড়ে মেয়ে শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
  • এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রীদের উচ্চ মাধ্যমিক স্তরে ৮৫% নম্বর বা তার বেশি নম্বরসহ রেজাল্ট থাকতে হবে।
  • আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় অবশ্যই ৩,২০,০০০ টাকা বা তার কম হতে হবে।
  • শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীরাই এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য।

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় ডকুমেন্টস

এই স্কলারশিপ আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলির প্রয়োজন হবে সেগুলি হল –

  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট
  • ২০২২-২৩ শিক্ষাবর্ষের আপনার অ্যাকাডেমিক ফি স্ট্রাকচার
  • কলেজ থেকে বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট/চিঠি
  • কলেজের বরাদ্দের নথি
  • পরিবারের আয়ের প্রমাণ
  • ২০২১-২০২২ অভিভাবকের আইটি রিটার্ন (যদি থাকে)
  • আবেদনকারীর আধার কার্ড
  • আবেদনকারীর ব্যাংকের পাসবুক
  • আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ছবি
  • আবেদনকারীর অক্ষমতার সার্টিফিকেট (যদি থাকে)
  • অভিভাবকের মৃত্যুর শংসাপত্র (একক পিতামাতা/অনাথ প্রার্থীদের জন্য)

কোটাক কন্যা স্কলারশিপ ২০২৩: আবেদন পদ্ধতি

  1. আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  2. প্রথমে আপনাকে Kotak Kanya Scholarship 2023 -এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে,
  3. এরপর “Apply Now”  অপশনে ক্লিক করুন,
  4. যদি রেজিস্ট্রেশন করা  না থাকে তাহলে আপনাকে আপনার ইমেল/ মোবাইল/ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Registration করতে হবে,
  5. এরপর আপনাকে ‘Kotak Kanya Scholarship 2022’ পেজে পুনঃনির্দেশিত করা হবে,
  6. এরপর আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে,
  7. এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে,
  8. এরপর আপনাকে ‘Terms and Conditions’ একসেপ্ট করে ‘Preview’ অপশনে ক্লিক করতে হবে,
  9. সবশেষে আপনাকে Submit অপশনে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

Important Links

Official Websiteক্লিক করুন
আমাদের Telegram চ্যানেলে যুক্ত হন যুক্ত হন
আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন যুক্ত হন 

Sauchalay Online Registration 2023: ফ্রি শৌচালয়ের জন্য আবেদন করুন, এইভাবে

Pan Card and Aadhar Card Link: এই দিনের মধ্যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে নিষ্ক্রিয় হবে প্যান কার্ড, জানুন ছাড় কাদের?

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin