রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৪৫০ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, বিস্তারিত জেনে নিন।

RBI Assistant Recruitment 2023

চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এর তরফে বিভিন্ন স্থানীয় অফিসগুলিতে Assistant পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার পর প্রকাশ করা হলো নতুন এই বিজ্ঞপ্তি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে।

Advertisement No.
নিয়োগকারী সংস্থাReserve Bank of India (RBI)
পদের নামAssistant
মোট শূন্যপদ৪৫০ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ৪ অক্টোবর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.rbi.org.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

RBI Assistant Recruitment 2023

পদের নাম

  • RBI Assistant

মোট শূন্যপদের সংখ্যা

এই পদে সব মিলিয়ে মোট ৪৫০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

CategoryVacancy
General২৪১ টি
EWS৩৭ টি
OBC৭১ টি
ST৫৬ টি
SC৪৫ টি

শিক্ষাগত যোগ্যতা

(i) আবেদনকারীদের অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি/ ইনস্টিটিউট থেকে যেকোনো শাখায় ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ হতে হবে, তবে SC/ ST/ PwBD প্রার্থীদের শুধুমাত্র পাশ মার্কস থাকলেই আবেদন আবেদন করতে পারবেন এই পদের জন্য।

(ii) প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে নূন্যতম প্রয়োজনীয়তা হল গ্র্যাজুয়েশন অর্থাৎ স্নাতক বা ম্যাট্রিকুলেশন কিংবা সমতুল্য কোনও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর অন্তত ১৫ বছর সেনায় কর্মরত থাকতে হবে।

(iii) আবেদনকারীদের অবশ্যই সেই রাজ্য বা অঞ্চলের ভাষায় দক্ষতা থাকতে হবে যার জন্য তারা যে নির্দিষ্ট রিক্রুটিং অফিসের পদের জন্য আবেদন করছেন। পড়া এবং লেখার পাশাপাশি, আপনার কথা বলতেও সক্ষম হওয়া উচিত। এছাড়াও ভালভাবে বুঝতে হবে ওই ভাষা। পাশাপাশি প্রার্থীদের কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স সীমা

আবেদনকারীদের বয়স হতে হবে নূন্যতম ২০ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

এই পদে নিযুক্ত প্রার্থীরা বিভিন্ন ভাতা মিলিয়ে প্রতিমাসে ৪৭,৮৪৯/- টাকা বেতন পাবেন।

❖  Related Articles

কিভাবে আবেদন করবেন? (RBI Assistant Recruitment 2023)

  • সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইনের মাধ্যমে।
  • আবেদন করার জন্য এই প্রতিবেদনের নীচে দেওয়া Apply লিংকে ক্লিক করতে হবে।
  • তারপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • তারপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে, আবেদন ফি জমা দিয়ে সাবমিট বোতামে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।

বিঃ দ্রঃ- আপনি আপনার মোবাইল ফোন দিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার মোবাইলে Rotate মোড অন করে নেবেন, তবেই আবেদনের ওয়েবসাইটটি সম্পূর্ন শো হবে। এছাড়া আপনার নিকটবর্তী অনলাইন সাইবার ক্যাফে গিয়েও আবেদন জানাতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া

  • প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বর)
  • মেইন পরীক্ষা (২০০ নম্বর)
  • স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা অথবা নেপালি)
  • ডকুমেন্টস ভেরিফিকেশন
  • মেডিক্যাল পরীক্ষা
RBI Assistant Recruitment 2023

পরীক্ষার সেন্টার (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে)

প্রিলিমিনারি পরীক্ষা সেন্টার:- Asansol, Greater Kolkata, Kalyani, Kolkata, Siliguri

মেইন পরীক্ষা সেন্টার:- Asansol, Greater Kolkata, Kolkata, Siliguri

আবেদন ফি

General/ OBC/ EWS প্রার্থীদের আবেদনের জন্য ৪৫০/- টাকা সহ ১৮% GST হিসেবে আবেদন ফি জমা করতে হবে এবং SC/ ST/ PwBD/ EXS প্রার্থীদের ৫০/- টাকা সহ ১৮% GST হিসেবে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন ফি জমা করা যাবে অনলাইনে আবেদন করার অনলাইনের মাধ্যমে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৯.২০২৩
আবেদন শুরু১৩.০৯.২০২৩
আবেদন শেষ০৪.১০.২০২৩
Online Preliminary Test (Tentative)২১.১০.২০২৩ &২৩.১০.২০২৩
Online Main Test (Tentative)০২.১২.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.rbi.org.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin