খাদ্য দপ্তরে দীর্ঘ চার বছর পরেই ৪৮০ টি শূন্যপদে Food SI নিয়োগ, অনলাইনে আবেদন করুন | WBPSC Food SI Online Apply 2023

WBPSC Food SI Online Apply 2023 : বহু প্রতীক্ষার অবসান। অবশেষে প্রকাশিত হলো Food SI নিয়োগের সম্পূর্ন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর অফিসিয়াল ওয়েবসাইটে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে ছেলে মেয়ে সবাই আবেদন জানাতে পারবেন। আজকের এই প্রতিবেদন থেকে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন। সেই সাথে এই প্রতিবেদনের নিম্নাংশে আবেদন করার ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন।

WBPSC Food SI Online Apply 2023

পদের নাম

  • ফুড সাব ইন্সপেক্টর (Food SI)

মোট শূন্যপদের সংখ্যা

এই পদে সব মিলিয়ে মোট ৪৮০ টি শূন্যপদ রয়েছে। [UR-২২০ টি, SC- ৯৭, ST- ২৯, OBC(A)- ৪৮, OBC(B)- ৩৪, PwBD- ১৯, Ex Servicemen- ২৪ (UR-১৯, SC-৫), Meritorious Sports Person- ৯ (UR)] 

শিক্ষাগত যোগ্যতা

Food SI পদে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে তবেই এই পদের জন্য আবেদনযোগ্য। সেই সাথে বাংলা অথবা নেপালি ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে

বয়স সীমা

০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে আবেদনকারী প্রার্থীদের। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

মাসিক বেতন

Food SI পদে চাকরিপ্রাপ্ত প্রার্থীদের পে লেভেল ৬ অনুযায়ী ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা প্রতিমাসে বেতন দেওয়া হয়।

নতুন চাকরির খবরঃ বিদ্যুৎ দপ্তরে চাকরির সুযোগ

কিভাবে (WBPSC Food SI Online Apply 2023) আবেদন করবেন?

  • আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • এর জন্য pscwbapplication.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা নীচে দেওয়া লিংকে ক্লিক করে যেতে পারেন।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, জন্ম তারিখ, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লিখতে হবে।
  • এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ ড্রাইভিং লাইসেন্স
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র
  • অন্যান্য নথিপত্র

নির্বাচন প্রক্রিয়া

লিখিত পরীক্ষা (১০০ নম্বর) এবং পার্সোনালিটি টেস্ট (২০ নম্বর) -এর মাধ্যমে প্রার্থীদের বাছাই করে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার প্রতিটি প্রশ্নের মান ১ এবং পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Food SI লিখিত পরীক্ষার সিলেবাস ২০২৩

(১) জেনারেল স্টাডিজ (৫০ নম্বর) – (Matters of common experience including every day science, current events and problems with special reference to India, elementary knowledge of Indian History and Indian Geography)

(২) পাটিগণিত (৫০ নম্বর) – (Questions will be set on the basis of the syllabus of Madhyamik Examination of the W.B.B.S.E. with mental ability)

Food SI পরীক্ষার সেন্টার

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার সেন্টার দেওয়া হয়েছে, কোড নং সহ সেন্টারগুলি হলো –

11–Kolkata12–Baruipur13–Diamond Harbour
14–Barrackpore15–Barasat16–Howrah
17–Chinsurah18–Burdwan19–Durgapur
20–Medinipur21–Tamluk22–Bankura
23–Purulia24–Jhargram25-Suri
26–Krishnanagar27–Berhampore28-Malda
29–Balurghat30–Raigunj31-Jalpaiguri
32-Alipurduar33-Coochbehar34-Siliguri
35-Kalimpong36-Darjeeling

আবেদন ফি

  • অনলাইনে Debit Card/ Credit Card/ Net Banking এর মাধ্যমে আবেদন ফি জমা করলে ১১৫ টাকা জমা দিতে হবে আবেদনকারীদের।
  • সরাসরি ব্যাংক কাউন্টারে জমা করলে ১৩০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
  • SC, ST, PwBD  আবেদনকারীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না। 

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত২২.০৮.২০২৩
আবেদন শুরু২৩.০৮.২০২৩
আবেদন শেষ২০.০৯.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

🌐 অফিসিয়াল ওয়েবসাইটVisit Now
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload Now
📝 আবেদন করুনApply Now
🔥 More Jobs NewsRead More

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin