এয়ারপোর্টে চাকরি করতে চান? মাধ্যমিক পাশে নিয়োগ চলছে | AIASL Recruitment 2023

Air India -তে প্রচুর কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Air India হলো ভারতের অত্যন্ত সুপরিচিত একটি বিমান পরিবহন সংস্থা। সম্প্রতি এই এয়ার ইন্ডিয়া এর তরফে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদনের সুযোগ পাবেন। যেকোনো ভারতীয় নাগরিক তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রান্ত থেকে আবেদন জানতে পারবেন। এখানে আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য জানতে নীচে রইলো আজকের এই প্রতিবেদন। (AIASL Recruitment 2023)

Advertisement No.AIASL/05-03/BON/353
নিয়োগকারী সংস্থাAI Airport Services Limited
আবেদন মাধ্যমঅফলাইন
আবেদন শেষ১৮ সেপ্টেম্বর, ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.aiasl.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

AIASL Recruitment 2023

পদের নাম

  • Handyman
  • Utility Agent (Male, Female)

শূন্যপদের সংখ্যা

সব মিলিয়ে মোট ৯৯৮ টি শূন্যপদ রয়েছে।

পদের নামশূন্যপদ
Handyman৯৭১ টি
Utility Agent (Male)২০ টি
Utility Agent (Female)৭ টি

শিক্ষাগত যোগ্যতা –

Handyman ও Utility Agent এই দুই পদে আবেদনের জন্য আবেদনকারীকে সরকার স্বীকৃত যেকোনো বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে। সেইসঙ্গে ইংরেজি ভাষা পড়তে ও বুঝতে এবং স্থানীয় ভাষা সহ হিন্দি ভাষায় কথা বলার এবং বোঝার দক্ষতা থাকতে হবে।

বয়স সীমা

উপরোক্ত দুই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। তবে OBC ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ ৩১ বছরের মধ্যে এবং SC/ST প্রার্থীদের সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে বয়স হতে হবে। বয়স হিসাব করতে হবে ০১.০৯.২০২৩ তারিখ অনুযায়ী। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে ২১,৩৩০/- টাকা বেতন দেওয়া হবে।

কর্মস্থল

নিযুক্ত প্রার্থীদের পোস্টিং হবে Chhatrapati Shivaji Maharaj International Airport, Mumbai

নতুন চাকরির খবরঃ SBI ব্যাংকে 6160 টি শূন্যপদে নিয়োগ

কিভাবে (AIASL Recruitment 2023) আবেদন করবেন?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে শুধুমাত্র অফলাইনে। প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তির নিম্নাংশে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে। তারপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে ভরে নিচের ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে অথবা নিজে হাতে ড্রপ-বক্সে জমা করতে হবে।

বিঃ দ্রঃ আবেদনের সময় মুখ বন্ধ খামের ওপর পদের নাম লিখতে হবে এইভাবে “POST APPLIED FOR___________“. এবং আবেদনপত্রটি ১৮.০৯.২০২৩ তারিখের মধ্যেই সংস্থার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

নিচের ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে –

To,
HRD Department,
AI Airport Services Limited,
GSD Complex, Near Sahar Police Station,
CSMI Airport, Terminal -2, Gate No. 5,
Sahar, Andheri-East, Mumbai - 400099

নির্বাচন প্রক্রিয়া

শারীরিক ক্ষমতা পরীক্ষা (PET) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন ফি

Handyman ও Utility Agent পদে আবেদনের জন্য ৫০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। SC/ ST/ Ex-servicemen প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না।

আবেদন ফি পাঠাতে হবে “AI AIRPORT SERVICES LIMITED” এর উদ্দেশ্যে Demand Draft এর মাধ্যমে। মনে রাখবেন, Demand Draft এর উল্টো পাশে নিজেদের পুরো নাম এবং মোবাইল নম্বর লিখে দিতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত৩০.০৮.২০২৩
আবেদন শুরু৩০.০৮.২০২৩
আবেদন শেষ১৮.০৯.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি + আবেদন ফর্মDownload PDF
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.aiasl.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

👉 কেন্দ্রীয় সরকারের ONGC -তে চাকরি

👉 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ

👉 বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

👉 জেলায় ব্লকে ব্লকে 467 টি শূন্যপদে নতুন আশা কর্মী নিয়োগ

👉EWS সার্টিফিকেটের সুবিধা, যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য জেনে নিন

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin