Power Grid Corporation Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা Power Grid Corporation of India Limited -এ মোট ৪২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের ২৩ টি জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে জানতে পারবেন।
Advertisement No. | CC/06/2023 |
নিয়োগকারী সংস্থা | Power Grid Corporation of India Limited |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২৩ সেপ্টেম্বর ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.powergrid.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Power Grid Corporation Recruitment 2023
পদের নাম
এখানে Diploma Trainee পদে নিয়োগ করা হবে। এই পদে কোন বিভাগগুলিতে কর্মী নিয়োগ হবে, তা নীচে দেওয়া হলো –
- Electrical
- Electronics
- Civil
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৪২৫ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
- Electrical:- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত টেকনিক্যাল বোর্ড বা ইনস্টিটিউট থেকে Electrical/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power System Engineering/ Power Engineering (Electrical) বিষয়ে কমপক্ষে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
- Electronics:- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত টেকনিক্যাল বোর্ড বা ইনস্টিটিউট থেকে Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Electrical Communication/ Telecommunication Engineering বিষয়ে কমপক্ষে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
- Civil:- এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত টেকনিক্যাল বোর্ড বা ইনস্টিটিউট থেকে Civil Engineering বিষয়ে কমপক্ষে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
*উপরোক্ত পদগুলিতে আবেদন করার জন্য ডিপ্লোমাতে নূন্যতম ৭০ শতাংশ নম্বর থাকতে হবে।
বয়স সীমা
২৩.০৯.২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে নীচে দেওয়া বোতামে ক্লিক করুন 👇
বেতন
- নির্বাচিত প্রার্থীদের এক বছরের Training Period এ প্রতিমাসে ২৭,৫০০/- টাকা Stipend দেওয়া হবে।
- Training সম্পূর্ন হওয়ার পর পে স্কেল অনুযায়ী প্রতিমাসে ২৫,০০০ -৩% -১,১৭,৫০০ (IDA) পর্যন্ত বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে ২৭৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ
কিভাবে (Power Grid Corporation Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য নিচের স্টেপগুলি ফলো করুন –
- প্রথমে www.powergrid.in ওয়েবসাইটে যেতে পারেন অথবা https://careers.powergrid.in/recruitment-nextgen/h/login.aspx এই লিংকে ক্লিক করে আবেদন পেজে যেতে পারেন।
- তারপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি পেমেন্ট করতে হবে।
- সবশেষে, সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
- আবেদন করার পর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখুন।
*আবেদনকারী প্রার্থীদের কোনো হার্ড কপি ডকুমেন্টস পাঠাতে হবে না। শুধু অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- পরিচয়পত্র
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিক বা জন্ম সার্টিফিকেট) (jpg ফরম্যাটে)
- ডিপ্লোমা সার্টিফিকেট ও মার্কশিট (pdf ফরম্যাটে)
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) pdf ফরম্যাটে
- বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
নির্বাচন প্রক্রিয়া
লিখিত পরীক্ষা (Computer Based Test) -র মাধ্যেমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
পরীক্ষার সেন্টার
বিস্তারিতভাবে জানার জন্য বিজ্ঞপ্তিটি পড়ুন।
আবেদন ফি
আবেদন করার জন্য ৩০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। SC/ST/ PwBD/ Ex-SM/ DEx-SM প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না। Debit Card/ Credit Card/ Net Banking ব্যবহার করে অনলাইনের মাধ্যমে জমা করা যাবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০৯.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২৩.০৯.২০২৩ |
লিখিত পরীক্ষার তারিখ | অক্টোবর ২০২৩ (সম্ভাব্য) |
অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ এবং লিখিত পরীক্ষার তারিখ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (www.powergrid.in) এ জানিয়ে দেওয়া হবে।
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | www.powergrid.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ
🔥 খাদ্য দপ্তরে ৪৮০ টি শূন্যপদে Food SI নিয়োগ, অনলাইনে আবেদন করুন
🔥 কলকাতাতে অষ্টম থেকে দ্বাদশ পাশে কাজের সুযোগ
🔥 দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন
FAQ’s of Power Grid Corporation Recruitment 2023
প্রশ্ন – এখানে কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর – Diploma Trainee পদে নিয়োগ করা হবে।
প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?
উত্তর – মোট ৪২৫ জনকে নিয়োগ করা হবে।
প্রশ্ন – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
উত্তর – সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে আবেদনকারীদের।
প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?
উত্তর – এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – এখানে কিভাবে নিয়োগ করা হবে ?
উত্তর – লিখিত পরীক্ষা (CBT) -র মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রশ্ন – এখানে আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর – ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত।