SBI ব্যাংকে 6160 টি শূন্যপদে নিয়োগ | SBI Recruitment 2023

SBI Recruitment 2023 : চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি সেই মর্মে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) -এর তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো।

Advertisement No.CRPD/APPR/2023-24/17
নিয়োগকারী সংস্থাState Bank of India (SBI)
পদের নামApprentice
শূন্যপদের সংখ্যা৬১৬০ টি
আবেদন মাধ্যমঅনলাইন
আবেদন শেষ২১ সেপ্টেম্বর ২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.sbi.co.in
হোয়াটসঅ্যাপ গ্রুপযুক্ত হন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন
Google Newsপড়ুন

SBI Recruitment 2023

পদের নাম

  • শিক্ষানবিশ / অ্যাপ্রেন্টিস (Apprentice)

মোট শূন্যপদের সংখ্যা

এখানে সব মিলিয়ে মোট ৬১৬০ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের।

বয়স সীমা

০১.০৮.২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇

বেতন

নির্বাচিত প্রার্থীদের এক বছরের Training Period এ প্রতিমাসে ১৫,০০০/- টাকা Stipend দেওয়া হবে।

নতুন চাকরির খবরঃ বিদ্যুৎ দপ্তরে 425 টি শূন্যপদে কর্মী নিয়োগ

কিভাবে (SBI Recruitment 2023) আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

  • এর জন্য https://www.sbi.co.in/careers বা https://bank.sbi/careers এই ওয়েবসাইটে যেতে হবে। অথবা নীচে দেওয়া ডাইরেক্ট লিংকে ক্লিক করুন।
  • এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে, আবেদন ফি জমা দিয়ে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
  • আবেদনের পর আবেদনপত্রটি প্রিন্ট আউট বের করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রাখুন। 

Note:- মোবাইল দিয়ে আবেদন করলে মোবাইলে Rotate মোড অন করে নেবেন।

নির্বাচন প্রক্রিয়া

অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষার পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

SBI Recruitment 2023

আবেদন ফি

General/ OBC/ EWS প্রার্থীদের ৩০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে। SC/ ST/ PwBD প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না। আবেদন করার সময় অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০১.০৯.২০২৩
আবেদন শুরু০১.০৯.২০২৩
আবেদন শেষ২১.০৯.২০২৩

**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

গুরুত্বপূর্ন লিঙ্কগুলি

📄 অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
📝 আবেদন লিঙ্কApply Now
🌐 অফিসিয়াল ওয়েবসাইটwww.sbi.co.in
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Now
🔔 More Jobs UpdateRead More

🔥 কলকাতা পুলিশে SI ও সার্জেন্ট পদে চাকরি

🔥 রাজ্যে সরকারি সংস্থা HCL-এ সুপারভাইজার নিয়োগ

🔥 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে ২৭৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ

🔥 ব্লকে ব্লকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ

🔥 লটারিতে এক কোটি টাকা জিতলে ঠিক কত টাকা হাতে আসে? 99% লোকই জানে না

FAQ’s of SBI Recruitment 2023

প্রশ্ন – SBI তে কোন পদে নিয়োগ করা হবে?

উত্তর – Apprentice

প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?

উত্তর – মোট ৬১৬০ জনকে নিয়োগ করা হবে।

প্রশ্ন – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?

উত্তর – গ্রাজুয়েট পাশ।

প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?

উত্তর – অনলাইনের মাধ্যমে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

প্রশ্ন – এখানে আবেদন করার শেষ তারিখ কবে?

উত্তর – ২১.০৯.২০২৩ তারিখ পর্যন্ত।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

Leave a Comment

JoinJoin