কেন্দ্রীয় সরকারের অধীনস্থ অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) -তে প্রচুর শূন্যপদে Apprentice অর্থাৎ শিক্ষানবিশ নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। (ONGC Recruitment 2023)
Advertisement No. | ONGC/APPR/1/2023 |
নিয়োগকারী সংস্থা | Oil and Natural Gas Corporation Limited |
পদের নাম | Apprentice |
মোট শূন্যপদ | ২৫০০ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২০ সেপ্টেম্বর ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | ongcindia.com |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
ONGC Recruitment 2023
পদের নাম
- Apprentice / শিক্ষানবিশ
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ২৫০০ টি শূন্যপদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
ট্রেড, ডিপ্লোমা এবং গ্রাজুয়েট শিক্ষানবিশদের (Apprentices) জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে।
- Trade Apprentice এ আবেদনের জন্য মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ ITI পাশ হতে হবে আবেদনকারী প্রার্থীদের।
- Diploma Apprentice আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
- Graduate Apprentice এর জন্য B.A/ B.Com/ B.Sc/ B.B.A/ B.E./ B.Tech ডিগ্রি থাকা আবশ্যক।
বয়স সীমা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ২০.০৯.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছর বয়সের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ২০.০৯.১৯৯৯ এবং ২০.০৯.২০০৫ তারিখের মধ্যে। সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇
বেতন
Category of Apprentice | Stipend per month |
---|---|
Trade Apprentice | ৭,০০০/- টাকা |
Diploma Apprentice | ৮,০০০/- টাকা |
Graduate Apprentice | ৯,০০০/- টাকা |
নতুন চাকরির খবরঃ পাওয়ারগ্রিড কর্পোরেশনে 425 টি শূন্যপদে কর্মী নিয়োগ
কিভাবে (ONGC Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অবশ্যই পড়বেন।
নির্বাচন প্রক্রিয়া
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর ডকুমেন্ট ভেরিফাই করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদন ফি
কোনো আবেদন ফি লাগবে না।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০৯.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২০.০৯.২০২৩ |
রেজাল্ট বা নির্বাচনের তারিখ | ০৫.১০.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক (Para- D, Sl no 1 to 31) | Apply Now |
📝 আবেদন লিঙ্ক (Para- D, Sl no 32 to 40) | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | ongcindia.com |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনে ২৭৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ
🔥 কলকাতা পুলিশে SI ও সার্জেন্ট পদে চাকরি
🔥 SBI ব্যাংকে 6160 টি শূন্যপদে নিয়োগ
🔥 কলকাতাতে অষ্টম থেকে দ্বাদশ পাশে কাজের সুযোগ
🔥 7547 টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন
FAQ’s of ONGC Recruitment 2023
প্রশ্ন – এখানে কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর – Apprentice
প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?
উত্তর – মোট 2500 জনকে নিয়োগ করা হবে।
প্রশ্ন – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
উত্তর – মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI এবং B.A/ B.Com/ B.Sc/ B.B.A/ B.E./ B.Tech শিক্ষাগত যোগ্যতা। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – আবেদন করার জন্য বয়সসীমা কি লাগছে?
উত্তর – নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 24 বছর পর্যন্ত।
প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?
উত্তর – অনলাইন মাধ্যমে। বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে এই প্রতিবেদনটি পড়ুন।
প্রশ্ন – এখানে আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর – 20 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত।