Kolkata Police SI and Sergeant Recruitment 2023 : পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক নিয়োগের সুখবর। সম্প্রতি সেই মর্মে কলকাতা পুলিশের তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাব ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ), সাব ইন্সপেক্টর/সাব ইন্সপেক্ট্রেস (আন-আর্মড ব্রাঞ্চ) ও সার্জেন্ট পদে নিয়োগ হবে। পুরুষ এবং মহিলা সকলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। আজকের এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে নিচে দেওয়া হলো। তাহলে আর দেরি না করে জেনে নেওয়া যাক এখানে আবেদন করার পদ্ধতি সহ নিয়োগের বিস্তারিত তথ্য। পাশাপাশি প্রতিবেদনের নিম্নাংশে সমস্ত গুরুত্বপূর্ন লিঙ্কগুলি দেওয়া হয়েছে। প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন বুঝবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।
Advertisement No. | WBPRB/NOTICE – 2023/29 (SI_KP-23) |
নিয়োগকারী সংস্থা | West Bengal Police Recruitment Board (WBPRB) |
পদের নাম | সাব ইন্সপেক্টর (SI) এবং সার্জেন্ট |
শূন্যপদের সংখ্যা | ৩০৯ টি |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদন শেষ | ২১.০৯.২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | wbpolice.gov.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Google News | পড়ুন |
Kolkata Police SI and Sergeant Recruitment 2023
পদের নাম
- Sub-Inspector/Sub-Inspectress (Unarmed Branch)
- Sub-Inspector (Armed Branch)
- Sergeant
মোট শূন্যপদের সংখ্যা
এখানে সব মিলিয়ে মোট ৩০৯ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে। সঙ্গে চাকরি প্রার্থীদের বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে।
নতুন চাকরির খবরঃ কেন্দ্রীয় সরকারের ONGC -তে চাকরি
শারীরিক পরিমাপ (PMT)

শারীরিক দক্ষতার পরীক্ষা (PET)

বয়সসীমা
চাকরি প্রার্থীদের বয়স ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। বয়স হিসাব করতে নিচের বোতামে ক্লিক করুন 👇
বেতন
এই পদগুলিতে নিযুক্ত প্রার্থীদের পে লেভেল ১০ অনুযায়ী প্রতিমাসে ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নতুন চাকরির খবরঃ ব্লকে ব্লকে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ
কিভাবে (Kolkata Police SI and Sergeant Recruitment 2023) আবেদন করবেন?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট (https://wbpolice.gov.in) এ গিয়ে Recruitment অপশনে ক্লিক করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর লগইন করে অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- আবেদন ফি পেমেন্ট করতে হবে
- সবশেষে, সাবমিট বাটনে ক্লিক করলে আবেদন সম্পন্ন হবে।
নির্বাচন প্রক্রিয়া
- Preliminary Exam ( 200 Marks)
- Physical Measurement Test (PMT)
- Physical Efficiency Test (PET)
- Main/ Final Exam ( 200 Marks : 3 Paper)
- Personality Test ( 30 Marks)
- Medical Examination
আবেদন ফি
- SC, ST বাদে অন্য সমস্ত শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ২৭০ টাকা জমা দিতে হবে।
- SC, ST আবেদনকারী প্রার্থীদের ২০ টাকা ফি জমা দিতে হবে।
- অনলাইনের মাধ্যমে Debit Cards/Credit Cards/Net-Banking/e-wallets/UPI ব্যবহার করে আবেদন ফি জমা করা যাবে।
গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২৫.০৮.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৯.২০২৩ |
আবেদন শেষ | ২১.০৯.২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
📄 অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
📝 আবেদন লিঙ্ক | Apply Now |
🌐 অফিসিয়াল ওয়েবসাইট | wbpolice.gov.in |
🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
🔔 More Jobs Update | Read More |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
🔥 রাজ্যে সুপারভাইজার নিয়োগ, বেতন ৩০ হাজার টাকা থেকে শুরু
🔥 দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন
🔥 খাদ্য দপ্তরে দীর্ঘ চার বছর পরেই ৪৮০ টি শূন্যপদে Food SI নিয়োগ
FAQ’s of Kolkata SI and Sergeant Recruitment 2023
প্রশ্ন – এখানে কোন পদে নিয়োগ করা হবে?
উত্তর – সাব ইন্সপেক্টর (আর্মড ব্রাঞ্চ), সাব ইন্সপেক্টর/সাব ইন্সপেক্ট্রেস (আন-আর্মড ব্রাঞ্চ) ও সার্জেন্ট পদে নিয়োগ হবে।
প্রশ্ন – এখানে মোট কত জনকে নিয়োগ করা হবে?
উত্তর – মোট ৩০৯ টি শূন্যপদে নিয়োগ হবে।
প্রশ্ন – এখানে আবেদনের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে?
উত্তর – যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ হতে হবে।
প্রশ্ন – এখানে কিভাবে আবেদন করা যাবে?
উত্তর – সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে।
প্রশ্ন – এখানে আবেদন করার শেষ তারিখ কবে?
উত্তর – ২১ সেপ্টেম্বর ২০২৩