PNB mPassbook App: নমস্কার বন্ধুরা আমার এই ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। যদি আপনি PNB Account Holder এবং Punjab National Bank অ্যাকাউন্টের পাশবুক চেক করতে আপনাকে ব্যাঙ্কে যেতে হত। কিন্তু এখন আপনাকে ব্যাঙ্কে না গিয়ে অনলাইনের মাধ্যমে পাশবুক চেক করতে পারবেন। এই নেট ব্যাঙ্কিং যুগে, যেখানে অর্থপ্রদান থেকে শুরু করে লেনদেন পর্যন্ত সবকিছুই এখন ইন্টারনেট ব্যবহার করে করা হচ্ছে, তাই আপনি বাড়িতে বা আপনার এলাকার বাইরে থাকুন না কেন, আপনি আপনার পাশবুকের ইতিহাস (Passbook History) যেকোন সময়, যেকোন জায়গায় বাস্তব সময়ে দেখতে পারবেন।
এই জন্য পাঞ্জাব নেশনাল ব্যাঙ্ক একটি অ্যাপ লঞ্চ করেছে, যেটি PNB mPassbook নামে পরিচিত। যা Android এবং iPhone দুটো ডিভাইসে উপলব্ধ রয়েছে। যেখানে আপনি আপনার মোবাইলের দিয়ে খুব সহজেই আপনার পাশবুক দেখতে পারবেন। আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার সমস্ত লেনদেনের বিবরণ এবং ই-স্টেটমেন্ট (E-Statement) চেক করতে পারেন। এই অ্যাপটির ইউজার ইন্টারফেস খুব ভালো এবং এর সাহায্যে আপনি সহজেই অনলাইনে আপনার PNB পাশবুক চেক করতে এবং পাশবুকের PDF ডাউনলোড করতে পারবেন।
PNB mPassbook App Highlights
ব্যাঙ্কের নাম | পাঞ্জাব নেশানাল ব্যাঙ্ক (Punjab National Bank) |
উদ্দেশ্যে | অনলাইনে পাশবুক চেক |
অ্যাপের নাম | PNB mPassbook App |
PNB mPassbook App | Download Now |
PNB Customer Care Number | 1800 180 2222 1800 103 2222 (Toll Free) |
কিভাবে SBI YONO App এর মাধ্যমে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন? জানুন সম্পূর্ন প্রসেস
কিভাবে PNB mPassbook App Download করে ?
- প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে যেতে হবে।
- এরপর আপনাকে PNB mPassbook App লিখে Search করতে হবে।
- এরপর আপনাকে Install বিকল্পে ক্লিক করতে হবে।
- কিছু সময় পর আপনার মোবাইলে PNB mPassbook App ইনস্টল হয়ে যাবে।
PNB mPassbook App Register কিভাবে করে ?
PNB mPassbook App Login/Register করার জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে, স্টেপগুলো নীচে দেওয়া হয়েছে –
- PNB mPassbook অ্যাপটি ইনস্টল করার পর, অ্যাপটি খুললে ভাষা নির্বাচন করতে বলবে, আপনি আপনার পছন্দের ভাষা নির্বাচন করে Proceed বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর আপনাকে আপনার Customer ID দিতে হবে। যদি আপনি জানেন না যে Customer ID কি? তাহলে আপনার পাঞ্জাব নেশানাল ব্যাঙ্ক পাশবুক লক্ষ্য করবেন ওখানে উপলব্ধ রয়েছে।
- Customer ID দেওয়ার পর Terms and Conditions accept করে Proceed বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর আপনার রেজিষ্টার মোবাইল নাম্বারে OTP আসবে, OTP দিয়ে Proceed বিকল্পে ক্লিক করতে হবে।
- এই স্টেপগুলো করার পরে, mPassbook অ্যাপের জন্য আপনাকে MPIN সেট করতে হবে। MPIN বলতে আপনি যখন PNB mPassbook অ্যাপটি ওপেন করবেন তখন এই MPIN এর দরকার হবে।
- MPIN Confirm-এর জন্য দ্বিতীয়বার একই MPIN লিখে সেট MPIN বিকল্পে ক্লিক করতে হবে।
- এরপর আপনি আপনার MPIN দিয়ে লগইন করতে পারেন। কোনো কারণে এমপিন ভুলে গেলে, Reset MPIN বিকল্পে ক্লিক করে নতুন MPIN বানিয়ে নিতে পারেন।
PNB Passbook অনলাইনে কিভাবে চেক করে ?
- প্রথমে আপনাকে PNB mPassbook অ্যাপ ওপেন করতে হবে।
- এরপর MPIN লিখে Proceed বিকল্পে ক্লিক করতে হবে।
- এখন আপনাকে Savings ক্লিক করতে হবে।
- এখন উপরে Mini Statement নেওয়ার বিকল্প রয়েছে, আপনি চাইলে Mini Statement নিতে পারেন।
- নীচে, আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত লেনদেনের বিবরণ নিতে চান তা নির্বাচন করে Details Statement এ ক্লিক করুন। (সর্বোচ্চ সময়কাল 90 দিন হওয়া উচিত)
- আপনি এখানে আপনার নির্বাচন করা তারিখের লেনদেনের বিবরণ দেখতে পাবেন।
PNB E-Statement কিভাবে ডাউনলোড করে ?
- যখন আপনি লেনদেনের বিবরণ চেক করেন, তখন উপরে তিনটি বিকল্প রয়েছে, এর মধ্যে Download বিকল্পে ক্লিক করুন।
- ডাউনলোড বিকল্পে ক্লিক করার পর, লেনদেনের ই-স্টেটমেন্ট PDF ফাইল আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।
আরও পড়ুন
কিভাবে মাত্র 5 মিনিটে বিনামূল্যে প্যান কার্ড বানাবেন
YONO App দিয়ে SBI অ্যাকাউন্ট ব্যালেন্স চেক কিভাবে করবেন? জানুন সম্পূর্ন প্রসেস
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ধরনের পোস্ট আরও পেতে হলে আপনারা আমাদের এই ওয়েবসাইটটিতে ঘুরে আসতে পারেন। ভিজিট করতে চাইলে এখানে ক্লিক করুন infonetbangla.in ধন্যবাদ🙏 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।