NPS Withdrawal New Rules 2023 – পেনশনের টাকা তোলার নিয়মে বড় পরিবর্তন, এই কাজটি না করলে পাবেন না টাকা

সরকার নিয়ন্ত্রিত National Pension System (NPS) অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক সহায়তা প্রদান করে। এবার এই বিখ্যাত স্কিম থেকে টাকা তোলার নিয়মে বদল আনা হয়েছে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA) -এর তরফে। PFRDA -এর নির্দেশিকা অনুসারে এই সমস্ত নিয়মগুলি না মানলে পেনশনের টাকা তোলা যাবে না। কি কি নিয়ম নীচে দেখে নিন।

National Pension System (NPS) থেকে পেনশনের টাকা তোলার জন্য নিজস্বতা যাচাই করার জন্য CRA (Central Recordkeeping Agency) -তে বেশ কিছু জরুরী ডকুমেন্টস আপলোড করতে হবে। এই নতুন নিয়মটি ১ লা এপ্রিল অর্থাৎ নতুন অর্থবর্ষের শুরু থেকেই কার্যকর করা হয়েছে। PFRDA সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে তাদের নিজ নিজ নোডাল অফিসের মাধ্যমে আংশিক পেনশনের টাকা তোলার জন্য আবেদন জমা দিতে বলেছে।

কি কি জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে

  • পরিচয়পত্র
  • বসবাসের প্রমাণ
  • টাকা তোলার ফর্ম
  • ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস
  • (Permanent Retirement Account Number) PRAN কার্ডের জেরক্স

PM Kisan Yojana Latest News – পিএম কিষাণ যোজনার ১৪তম কিস্তির টাকা আসছে, তালিকায় রয়েছে তো আপনার নাম?

NPS -এ বিনিয়োগের খুঁটিনাটি

  • NPS-এ বিনিয়োগের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড় পাওয়া যায়।
  • NPS-এ কর ছাড়ের সুবিধা পেতে ১৮ থেকে ৬০ বছর বয়সীরা বিনিয়োগ করতে পারবেন।
  • NPS-এ বিনিয়োগকারী পূর্ণ মেয়াদে মাত্র ৩ বার আংশিক টাকা তুলতে পারবেন।

কিভাবে অনলাইনের মাধ্যমে NPS ব্যালেন্স চেক করবেন?

  • প্রথমে NSDL পোর্টালে যেতে হবে।
  • এরপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এরপর Transaction Statement অপশনের অধীনে থাকা Holding Statement অপশনে ক্লিক করতে হবে।
  • ক্লিক করার পর গ্রাহকের জমা ব্যালেন্সের বিবরণ দেখতে পাবেন।

🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –

👉 DM অফিসে Group-C পদে কর্মী নিয়োগ, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই

👉 Krishak Bandhu – কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে? স্ট্যাটাস চেক করুন

👉 বাঁকুড়া জেলায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন করুন এক্ষুনি | CMOH Bankura Recruitment

👉 LPG Gas New Subsidy – এবার থেকে প্রতিমাসে ২০০ টাকা করে ভর্তুকি মিলবে রান্নার গ্যাসে, বিরাট ঘোষণা কেন্দ্রের

👉 Duare Sarkar 2023: দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় কবে বসবে? জেনে নিন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment

Join Join