যে সকল চাকরিপ্রার্থীরা DM অফিসে কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের অধীনে চাকরি করতে চান তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। এখানে Data Entry Operator ও Accountant পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তি ভিত্তিক নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা , ডকুমেন্টস, বেতন সহ বিস্তারিত তথ্য জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Advertisement No. | 253/RP/PBDN/X/008 (Dated- 19.05.2023) |
নিয়োগকারী সংস্থা | Office of the District Magistrate & Collector, Purba Bardhaman |
পদের নাম | Data Entry Operator এবং Accountant |
মোট শূন্যপদ | ১৬ টি |
বেতন (₹) | ১১,০০০ – ১৫,০০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৫ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | purbabardhaman.nic.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
Data Entry Operator Accountant Recruitment 2023 Purba Bardhaman
১) পদের নাম– Data Entry Operator (Rupashree Prakalpa)
মোট শূন্যপদ– এই পদে মোট ১২ টি শূন্যপদ রয়েছে। [UR – ০৫ টি, OBC-B – ০২ টি, ST – ০১ টি, SC – ০৩ টি, SC (Ex Serviceman) – ০১ টি]
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েট করে থাকা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন– ১১,০০০/- টাকা।
রাজ্যে গ্রামীণ লাইব্রেরিতে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুনG
২) পদের নাম– Accountant (Rupashree Prakalpa)
মোট শূন্যপদ– এই পদে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে। (UR – ০১ টি, EWS – ০১ টি, OBC-A – ০১ টি, SC – ০১ টি)
শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিষয়ে গ্রাজুয়েট করে থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Tally, Spreadsheet এবং Presentation package -এর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা– নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর বয়সের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হিসাব করতে হবে ০১.০১.২০২৩ তারিখ অনুযায়ী।
মাসিক বেতন– ১৫,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- অনলাইন আবেদন করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট purbabardhaman.nic.in এ যেতে হবে অথবা, নীচে দেওয়া Direct লিঙ্কে ক্লিক করে যেতে হবে।
- এরপর গুগল ফর্ম খুলে আসবে, আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
- বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
- বসবাসের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড / ভোটার কার্ড/ রেশন কার্ড / রেসিডেন্ট সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার এবং কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- অভিজ্ঞতা সার্টিফিকেট
নিয়োগ প্রক্রিয়া
Written Exam, Computer Test এবং Viva-voce Test -এর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করে নিযুক্ত করা হবে।
আবেদনের শেষ তারিখ
ইচ্ছুক প্রার্থীদের আগামী ৫ জুন, ২০২৩ তারিখ বিকাল ৫:০০ টার মধ্যে আবেদন করতে হবে।
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | purbabardhaman.nic.in |
আবেদন করুন | Apply Now |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 IDBI ব্যাঙ্কে ১০৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন কত জানেন?
👉 মাধ্যমিক পাশে ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ
👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ চলছে, আবেদন চলবে ১১ জুন পর্যন্ত