ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (IDBI) ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। এখানে ভারতীয় যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য প্রদান করা হলো আজকের এই প্রতিবেদনে।
Advertisement No. | 03/2023-2024 |
নিয়োগকারী সংস্থা | IDBI Bank |
পদের নাম | Executive |
মোট শূন্যপদ | ১০৩৬ টি |
বেতন (₹) | ২৯,০০০ – ৩৪,০০০/- |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৭ জুন, ২০২৩ |
অফিসিয়াল সাইট | www.idbibank.in |
হোয়াটসঅ্যাপ গ্রুপ | যুক্ত হন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
IDBI Bank Executive Recruitment 2023
পদের নাম– Executive
মোট শূন্যপদ– IDBI Bank Executive Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১০৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
- UR – ৪৫১ টি।
- SC – ১৬০ টি।
- ST – ৬৭ টি।
- OBC – ২৫৫ টি।
- EWS – ১০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট করে থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা– প্রার্থীর বয়স ০১.০৫.২০২৩ তারিখ অনুযায়ী নূন্যতম ২০ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
মাসিক বেতন– ২৯,০০০ টাকা থেকে ৩৪,০০০ টাকা।
দূরদর্শন কেন্দ্র কলকাতাতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ৩১ মে
আবেদন পদ্ধতি
- IDBI Bank Recruitment 2023 এ Executive পদে আবেদন করতে হবে সম্পূর্ন অনলাইন মাধ্যমে।
- অনলাইন আবেদন করার জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in এ যেতে হবে অথবা, নিচে দেওয়া ডিরেক্ট লিংকে ক্লিক করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, মোবাইল নম্বর, ইমেইল আইডি লিখতে হবে।
- রেজিস্ট্রেশন করার পর ইমেইল এবং SMS এর মাধ্যমে Registration Number এবং Password পাবেন।
- এরপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে।
- এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
- এরপর আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
বিঃদ্রঃ – মোবাইল দিয়ে আবেদন করতে হলে মোবাইল Rotate করে নেবেন।
নির্বাচন প্রক্রিয়া
- Online Test
- Pre-Recruitment Medical Test
- Document Verification
আবেদন ফি
SC/ST/PwD প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। আবেদন ফি Debit Card/Credit Card/Internet Banking/Mobile Wallet / IMPS দিয়ে অনলাইন পেমেন্ট করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
অনলাইন আবেদন শুরু | ২৪ মে, ২০২৩ |
অনলাইন আবেদন শেষ | ০৭ জুন, ২০২৩ |
অনলাইন টেস্ট (সম্ভাব্য তারিখ) | ০২ জুলাই, ২০২৩ |
**আরও বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন।
গুরুত্বপূর্ন লিঙ্কগুলি
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.idbibank.in |
আবেদন করুন | Apply Now |
MORE JOB UPDATE | CLICK HERE |
🔔 বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প, চাকরি, শিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন –
👉 ভারতীয় ডাক বিভাগে ১২ হাজারের বেশি শূন্যপদে GDS নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন
👉 রাজ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রচুর সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ
👉 রাজ্যে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে
👉 Kolkata পুলিশ কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড
👉 মনে করতে পারছেন না অতীতে প্যান-আধার লিঙ্ক করা হয়েছিল কিনা! জেনে নিন এই সহজ উপায়ে